Saturday, May 3, 2025

মোরবির স্মৃতি উসকে ফের মোদিরাজ্যে হুড়মুড়িয়ে ভা.ঙল নির্মীয়মাণ ব্রিজ! মৃ.ত ১

Date:

মোরবি (Morbi Bridge Collapse) সেতু বিপর্যয়ের রেশ এখনও দগদগে। তারমধ্যেই ফের এক নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ল মোদিরাজ্যে(MOdi State)। প্রত্যক্ষদর্শীরা জানান, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সেতু ধসে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গত বছর ৩০ অক্টোবর নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য মোরবির মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ১৩৫ জনের মৃত্যু হয়।

কর্মকর্তাদের তরফে জানা গিয়েছে, আপাতত সেই স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। বানাসকাঁথার কালেক্টর জানিয়েছেন, আরটিও চেকপোস্টের কাছে নির্মীয়মান সেতুর পিলারে সম্প্রতি স্থাপন করা ছটি কংক্রিটের গার্ডার বা স্ল্যাব আচমকাই ভেঙে পড়ে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্ল্যাব ভেঙে পড়তে দেখে এক ব্যক্তি তাঁর অটোরিকশা ফেলে নিরাপদে ছুটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে কংক্রিটের স্ল্যাবের নীচে পিষ্ট হয়েছেন তিনি। অন্যদিকে, অটোরিকশার সঙ্গে একটি ট্রাক্টরও পিষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আরও দুই ব্যক্তি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কালেক্টর আরও জানিয়েছেন, এই রেলওয়ে ওভারব্রিজটি আমবাজিকে পালানপুরের সঙ্গে সংযুক্ত করে। ছয়টি গার্ডার ভেঙে পড়ার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কতজন এখনও নীচে আটকে আছে তা অনুমান করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সেতুর নির্মাণকাজ চললেও গার্ডারগুলো পিলারে এক সপ্তাহ আগে লাগানো হয়েছে। এখনো কাঠামোর সঙ্গে বাঁধা হয়নি। আর তারমধ্যেই ঘটে গেল বড় দুর্ঘটনা।

 

 

 

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version