Monday, May 5, 2025

পুজো শেষে ঠাকুর দেখা, পুজো কার্নিভাল ঘিরে জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

শেষ হয়েও হইল না শেষ। বিজয়ার শেষে শুরু হয়েছে নিরঞ্জন। কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। কিন্তু এখনও বাকি পুজো শেষে ঠাকুর দেখা। এখন তো শহরের পাশাপাশি জেলাতেও শুরু হয়েছে পুজো কার্নিভাল। বাংলাজুড়ে তাই আরও কয়েকদিন পুজোর উন্মাদনা জারি থাকছে।

যেমন এ বছর পশ্চিম বর্ধমান জেলায় দুটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুরে যেমন কার্নিভাল হবে, তেমন এ বছর প্রথমবার কার্নিভাল হবে আসানসোলেও। দুর্গাপুরে ওমেন্স কলেজের সামনে এ বছর কার্নিভালের মঞ্চ তৈরি করা হয়েছে। শহরের বড় ১৫টি পুজো বৃহস্পতিবার পুজোর কার্নিভালে অংশগ্রহণ করবে। এবার উত্তর ২৪ পরগনা জেলায় ৪টি জায়গায় দু’দিন ধরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। বুধবার বসিরহাটের ১০টি সেরা পুজোর প্রতিমা কার্নিভালে অংশ নেয়।

বৃহস্পতিবার বারাসাত, বারাকপুর ও পানিহাটিতে কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। এছাড়া অশোকনগরেও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে। কার্নিভালের মুল অনুষ্ঠানটি হবে বারাসাতে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার চুঁচুড়ায় পূজো কার্নিভালে ১৮টি পূজো কমিটি অংশগ্রহণ করবে। পুলিশ মোতায়ন করা হয়েছে। থাকবে ড্রোন-সহ গঙ্গা বক্ষে মহিলা পুলিশের নজরদারিও। কার্নিভালের প্রস্তুতি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কার্নিভাল ঘিরে প্রস্তুতি সারা জেলা প্রশাসন। বুধবার জেলায় কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন স্থানে মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অভ্যাগতরা। ২৫টি পুজো কমিটি অংশগ্রহণ করবেন কার্নিভাল। বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা কার্নিভালে অংশ নিতে চলেছে ১৮টি ক্লাব। কার্নিভাল ঘিরে ব্যাপক উন্মাদনা কোচবিহার জেলায়। ৩০টি প্রতিমা নিয়ে পুজো উদ্যোক্তারা কার্নিভালে অংশ নেবেন৷

আরও পড়ুন- গৈ.রিকিকরন: এবার মোদির ‘কাজের’ প্রচারে সরকারি আমলারা, স.রব বিরোধীরা

spot_img
spot_img

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...