Thursday, November 13, 2025

মহুয়া মামলা: তৃণমূল সাংসদকে তলব লোকসভার এথিক্স কমিটির

Date:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘ক্যাশ ফর কোয়্যারি’ মামলার শুনানি শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনের শুনানির পর কৃষ্ণনগরের সাংসদকে তলব করল লোকসভার এথিক্স কমিটি। মঙ্গলবার ৩১ অক্টোবর বেলা ১১টায় তাঁকে হাজির হতে বলা হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই মামলার শুনানিতে পার্লামেন্টের এথিক্স কমিটির তরফে জানানো হয়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কমিটি গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এছাড়াও সূত্রের খবর, এথিক্স প্যানেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইটি মন্ত্রীদের কাছে গোটা ঘটনার তদন্তে তাঁদের সহযোগিতা চেয়ে চিঠি দেবেন। এরপরই এথিক্স কমিটি আগামী ৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে ডেকে পাঠায়। তিনি সেখানে গিয়ে তাঁর পক্ষে মতামত দিতে পারবেন।

উল্লেখ্য, মহুয়ার প্রাক্তন বন্ধু দেহাদ্রাই অভিযোগ করেন, দুবাইকেন্দ্রিক শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহার নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। তিনি নিশানা করেন আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী মোদিকে। এই অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্তকে জানানোর পাশাপাশি সিবিআইকেও চিঠি দেন দেহাদ্রাই। এর পরেই নিশিকান্ত লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদ পদ থেকে সাসপেন্ড করার দাবি জানান। স্পিকার এথিক্স কমিটিকে দায়িত্ব দেন। এ নিয়ে বিতর্কের মধ্যেই হলফনামা দিয়ে হীরানন্দানি দাবি করেন, মহুয়া নিজের সংসদীয় লগ-ইন তাঁকে পাঠিয়েছিলেন। তিনি তা ব্যবহারও করেন। বিনিময়ে মহুয়া অর্থ এবং উপহার নেন। যদিও এই সমস্ত অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন মহুয়া মৈত্র। এবং অভিযোগ তুলেছেন তাঁকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version