এসএসকেএমে উ.ত্তেজনা! হাসপাতালের মর্গ থেকে উধাও বিচারাধীন ব.ন্দির দেহ

হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির দেহ লোপাটের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এসএসকেএমে (SSKM)। পুলিশ সূত্রে খবর, বাড়িওয়ালাকে খুনের অভিযোগে ১৫ বছর ধরে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি ছিল অভিযুক্ত বাবলু পোল্লে। এদিকে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়ে বাবলু। ওইদিন এসএসকেএম হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়। এরপর সপ্তমীর দিন তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়।

এদিকে নবমীর দিন দেহ খুঁজতে হাসপাতালে পৌঁছয় বাবলুর পরিবার। মর্গ থেকে বের করে একাধিক ব্যক্তির দেহ দেখানো হয় তাঁদের। কিন্তু কোনওটাই ওই বিচারাধীন বন্দির নয় বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

 

Previous articleভারতের স্বপ্নের প্রকল্প ভে.স্তে দিতেই ই.জরায়েলে হা.মাসের হা.মলা, দাবি বাইডেনের!
Next articleভোটমুখী মরুরাজ্যে সক্রিয় ইডি! গেহলট পুত্রকে তলব, নিন্দা মমতার