নার্সিংয়ে ভর্তি মামলায় কাউন্সিলিংয়ে স্থগিতাদেশ আদালতের

বিএসসি, এমএসসি নার্সিংয়ে ভর্তি সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ, আপাতত নতুন করে কোনও কাউন্সেলিং করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন। ভর্তির পরও কীভাবে নতুন করে শূন্যপদ তৈরি হল, রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন বিচারপতি । তিনি ‘ডেপুটি ডিরেক্টর অব হেলথ’কে নির্দেশ দেন, আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। তার আগে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে বক্তব্য। তারপর হাইকোর্ট অনুমতি দিলে তবেই ফের শুরু করা যাবে কাউন্সেলিং।

শূন্যপদ তৈরির ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে হলফনামা দিতে বলা হয়েছে। বিএসসিতে ৫৭ এবং এমএসসিতে ৫২টি নতুন শূন্যপদ তৈরি হয়েছে। মেধার ভিত্তিতে যাঁরা তালিকায় আগে ছিলেন, তাঁদের বিষয়ে স্বাস্থ্য দফতর কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও জানাতে হবে আদালতকে।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ৩০ অক্টোবর পর্যন্ত ছুটির কারণে তাঁদের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব নয়। এরপরই আদালত নির্দেশ দেয়, ১ নভেম্বরের মধ্যে রিপোর্ট তৈরি করে জমা দিতে হবে। ২ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।