Thursday, August 28, 2025

‘ভাঁ.ওতাবাজি’ নয়, ক্ষমতায় এলেই কৃষকদের ঋণ মুকুব! ছত্তিশগড়ের সভা থেকে মোদিকে ধুয়ে দিলেন রাহুল

Date:

হাতে গোনা আর মাত্র কিছু সময় বাকি। নভেম্বরের (November) প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে ছত্তিশগড়ের (Chattisgarh) বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগেই ছত্তিশগড়ের বস্তারের নির্বাচনী সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন সভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে রাহুলের প্রতিশ্রুতি ছত্তিশগড়ে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মুকুব করবে কংগ্রেস। এরপরই রাহুল নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদি প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজে তা বাস্তবায়িত হয়নি। কৃষকদের (Farmers) বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি।

তবে এখানেই থেমে না থেকে রাহুলের অভিযোগ, কৃষকদের ঋণ মুকুব করার কোনও প্রচেষ্টাই নেই মোদি সরকারের। শুধুমাত্র আদানির ঋণ মুকুব করাই কেন্দ্রের একমাত্র লক্ষ্য। এর আগেও কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ঋণ মুকুব করার এবং আমরা তা করে দেখিয়েছি। আমি কথা দিচ্ছি আমাদের দল ছত্তিসগড়ে ক্ষমতায় এলে ফের কৃষকদের ঋণ মুকুব করা হবে। রাহুল বলেন, আমি মোদির মতো ‘ভাঁওতাবাজিতে’ বিশ্বাসী নই। আমি যা বলি তা করে দেখাই। তবে এদিনের সভা থেকে কাস্ট সেন্সাস বা জাত গণনা নিয়ে বড় ঘোষণা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, কেন্দ্রে সরকার গড়ার সুযোগ পেলে দু’ঘণ্টার মধ্যে এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে। পাশাপাশি ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় টিকে গেলে কিন্ডারগার্টেন থেকে শুরু করে এমএ-এমসি-এমকম পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খবর সরকার বহন করবে।

রাহুল মনে করিয়ে দেন, ভারতে সামাজিক সম্প্রীতি এবং সমানাধিকার নিশ্চিত করতে হলে কাস্ট সেন্সাস করে দেখা দরকার কোন জাতি কতটা পিছিয়ে। কেন্দ্রীয় সরকারের অফিসে আধিকারিকদের সংখ্যা তুলে ধরে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, সেখানে উচ্চবর্ণের ছড়াছড়ি, নিম্নবর্গের মানুষ ব্রাত্য।

 

 

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version