Saturday, August 23, 2025

আগামিকাল ভারতের সামনে ইংল‍্যান্ড, দলে হতে পারে পরিবর্তন

Date:

আগামিকাল লখনৌতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। আর ইংরেজদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দলে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একনায় উইকেটের ঘাস ছেটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ফলে বল ঘুরতে পারে। সেই কারণেই রোহিত শর্মার দলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে ভারতীয় দল রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে নামতে পারে। এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে এখান থেকে ইংল্যান্ড দল যদি সমস্ত ম্যাচও জিতে যায় তা হলেও তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ফলে জয় ছাড়া কিছু নিয়েই ভাবছে না ইংল্যান্ড।অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য ছয়ে ছয়।বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের আসন সংরক্ষণ করাই রোহিত শর্মাদের প্রাথমিক কাজ। আর সেই কারণেই কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাশাপাশি অশ্বিনকেও সুযোগ দেওয়া হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পাওয়া হার্দিক রবিবারও খেলতে পারবেন না। তাঁর জায়গায় অশ্বিন এলে দলের ব্যাটিং আরও কিছুটা শক্তিশালী হবে। প্রয়োজনে ইনিংসের শেষদিকে ব্যাটিং-এ যথেষ্ট ভরসা দিতে পারেন অশ্বিন। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। সেই কারণেই সেই অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে চাইছেন রোহিত শর্মারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন অশ্বিন। এরপর ষষ্ঠ ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি কোপ পড়বে মহম্মদ শামির উপর? নাকি বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব? গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়িয়েছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট। ফলে তাঁকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন SKY। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেলেও রান পাননি তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপে কবে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version