Sunday, May 4, 2025

কেরলের কোচিতে পরপর বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টিফিন বক্সে লুকিয়ে রাখা IED বিস্ফোরক থেকেই সিরিয়াল ব্লাস্ট বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেরলের DGP। তদন্তে কোচি যাচ্ছে NIA-NSG।

রবিবার সকালে কেরলের কোচিতে একটি ধর্মীয় সম্মেলনে বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। কেরল পুলিশের ডিজি জানান, টিফিন বক্সে লুকিয়ে রাখা একটি IED বিস্ফোরক থেকেই বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, “আজ সকাল ৯টা ৪০ মিনিটে জামরা আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে। এর জেরে একজন মারা যান এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আমরা ম সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখে তদন্ত করছি। এর পিছনে কারা রয়েছে তা খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দলের কাজে এদিন দিল্লিতেই ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পেনারাই বিজয়ন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ফোনে কথা হয় কেরলের মুখ্যমন্ত্রীর। এনআইএ ও এনএসজি-কে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনআইএ-র চার সদস্যের একটি দল কালামাসেরির উদ্দেশে রওনা দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বম্ব স্কোয়াড।

আরও পড়ুন: প্র.য়াত জনপ্রিয় অভিনেতা ম্যাথু পেরি! বাথরুম থেকে উদ্ধার দে.হ, কারণ নিয়ে ধোঁয়াশা

বিস্ফোরণ কেরলের মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এর্নাকুলামে সব শীর্ষ আধিকারিক রয়েছেন। আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আমি ডিজিপির সঙ্গে কথা বলেছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”

Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version