Friday, November 28, 2025

কেরলের এর্নাকুলামে পরপর বি.স্ফোরণ! মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা প্রশাসনের  

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে (Blasts) কেঁপে উঠল কেরলের (Kerala) এর্নাকুলাম (Ernakulam) এলাকা। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে (Convention Centre) বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৩৬ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এদিন সকাল ৯টায় প্রথম বিস্ফোরণ হয়। পরে ১ ঘণ্টার মধ্যে আরও দুবার বিস্ফোরণ হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রবিবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ হয়। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, নাশকতার কারণেই এই বিস্ফোরণের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ (NIA) দল। এদিকে কেরলে পরপর বিস্ফোরণে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের খবর পেয়েই ফোন করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন তিনটি বিস্ফোরণ ঘটেছে। এদিকে দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। তবে বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টারে প্রার্থনাসভা চলছিল। উপস্থিত ছিলেন কমপক্ষে ২ হাজার জন। প্রার্থনা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রথম বিস্ফোরণ হয়। কয়েক মুহূর্তের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। কনভেনশন সেন্টারের ভিতর থেকে যখন পালানোর চেষ্টা করছিলেন সকলে, তখন কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর আরও দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১ মহিলার মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৬ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা চিকিৎসকদের। তবে এদিন কেরল পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। বিস্ফোরকগুলি রাখা ছিল টিফিন বক্সে। রবিবার সকালে এর্নাকুলামের দারাবাহিক বিস্ফোরণের ঘটনা নাশকতাই, কোনও দুর্ঘটনা নয়। কেরল পুলিশ আরও জানিয়েছে, এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে। কেরলের পুলিশ কর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-এর মতো কোনও বিস্ফোরক অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে। তবে, কী ধরণের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা বিশদ ফরেনসিক পরীক্ষার পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন মাত্র ৫-১০ সেকেন্ডের মধ্যেই পরপর দুটি বিস্ফোরণ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। এটা বোমা বিস্ফোরণ নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

 

 

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...