Friday, December 19, 2025

ব্যবসা বাড়ছে কলকাতায়, চমকে দেবে আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট!

Date:

Share post:

কলকাতায় (Kolkata) বাড়ছে ব্যবসা করার প্রবণতা। আন্তর্জাতিক সমীক্ষা (International survey) বলছে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এই শহরে জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার (Knight Frank India)রিপোর্ট বলছে, চলতি বছরে সহ কলকাতায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিক কাজের জন্য নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছে । গত বছর যা ছিল ২০ লক্ষ বর্গফুট।এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

বাণিজ্য ক্ষেত্রে লক্ষ্মীর আসন ক্রমশ পাকা হচ্ছে তিলোত্তমায়। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি কলকাতায় নতুন করে ৪৩ লক্ষ বর্গফুট জায়গা তৈরি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা।

কলকাতার পাশাপাশি অবশ্য মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, বেঙ্গালুরু ও আমেদাবাদের নাম উঠে এসেছে এই সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার। তবে গত ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। দ্বিতীয় স্থানে চেন্নাই, সেখানে নতুন করে ৫১ লক্ষ বর্গফুট এলাকা লিজ দেওয়া হয়েছে। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট। রিপোর্টটি বলছে, কলকাতায় ই কমার্স সংস্থাগুলি লিজ নেওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে। ভাড়া নেওয়া জায়গার প্রায় ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর একে একে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থা রয়েছে।

spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...