Monday, August 25, 2025

ব্যবসা বাড়ছে কলকাতায়, চমকে দেবে আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট!

Date:

Share post:

কলকাতায় (Kolkata) বাড়ছে ব্যবসা করার প্রবণতা। আন্তর্জাতিক সমীক্ষা (International survey) বলছে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এই শহরে জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার (Knight Frank India)রিপোর্ট বলছে, চলতি বছরে সহ কলকাতায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিক কাজের জন্য নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছে । গত বছর যা ছিল ২০ লক্ষ বর্গফুট।এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

বাণিজ্য ক্ষেত্রে লক্ষ্মীর আসন ক্রমশ পাকা হচ্ছে তিলোত্তমায়। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি কলকাতায় নতুন করে ৪৩ লক্ষ বর্গফুট জায়গা তৈরি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা।

কলকাতার পাশাপাশি অবশ্য মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, বেঙ্গালুরু ও আমেদাবাদের নাম উঠে এসেছে এই সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার। তবে গত ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। দ্বিতীয় স্থানে চেন্নাই, সেখানে নতুন করে ৫১ লক্ষ বর্গফুট এলাকা লিজ দেওয়া হয়েছে। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট। রিপোর্টটি বলছে, কলকাতায় ই কমার্স সংস্থাগুলি লিজ নেওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে। ভাড়া নেওয়া জায়গার প্রায় ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর একে একে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থা রয়েছে।

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...