২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ের রথ ছুটছে ভারতের। এদিন লখনৌতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব। একাই চার উইকেট নিলেন শামি। বুমরাহ নিলেন ৩ উইকেট। কুলদীপ নিলেন ২ উইকেট। ব্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। ৮৭ রান করলেন তিনি। এই জয়ের ফলে সেমিফাইনালের রাস্তা পাঁকা টিম ইন্ডিয়ার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে এত রান করে টিম ইন্ডিয়া। ম্যাচে এদিন খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত বাদে একে একে উইকেট পরতে থাকে। ৮৭ রান করেন রোহিত। এই রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রান পূরণ করলেন তিনি। এদিকে ব্যাট হাতে ব্যর্থ শুভমন গিল, বিরাট কোহলি। ৯ রান করেন শুভমন। শূন্যরান করেন বিরাট। ৪ রান করেন শ্রেয়াস আইয়র। ৩৯ রান করেন কে এল রাহুল। ৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ১ রান করেন মহম্মদ শামি। সূর্যকুমার যাদব করেন ৪৯ রান। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ডেভিড উইলি। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং আদিল রশিদ। একটি উইকেট নেন মার্ক উড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংরেজরা। ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরাহ। মালানকে সরাসরি বোল্ড করলেন তিনি। মালান করেন ১৬। এরপর এক এক উইকেট পরতে থাকে। ১৪ রানে আউট হন বেয়ারস্টো। শূন্যরানে আউট হন রুট এবং স্টোকস। ১০ রানে আউট হন জস বাটলার। ১৫ রান করেন মইন। ১০ রান করেন ক্রিস ওকস। লিভিংস্টোন করেন ২৭ রান। ভারতের হয়ে ৪ উইকেট মহম্মদ শামির। বুমরাহ নিলেন ৩ উইকেট। কুলদীপ নিলেন ২ উইকেট। একটি উইকেট রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন:ম.র্মান্তিক ঘটনা, মাঠেই মৃ.ত্যু ২৯ বছরের খেলোয়াড়ের
