Saturday, May 3, 2025

স্থিতিশীল হলেও হাতে জোর পাচ্ছেন না! চিকিৎসকদের জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক

Date:

Share post:

আপাতত স্থিতিশীল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। রবিবার সকালেও চিকিৎসকদের একটি দল তাঁর নানারকম শারীরিক পরীক্ষা (Health Checkup) করেছেন। তবে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল বুলেটিন সামনে আসতেই জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীলই রয়েছেন তিনি। তবে চিকিৎসকরা রক্তের নমুনা পরীক্ষা করে দেখার পরই সিদ্ধান্ত নেবেন কবে নার্সিংহোম থেকে ছাড়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় এদিন চিকিৎসকদের জানিয়েছেন হাতে জোর পাচ্ছেন না তিনি। আর সেকারণেই তাঁর আরও একবার এমআইআই (MII) পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে রবিবারই হাসপাতালে গিয়ে মন্ত্রীর‌ খোঁজ নিয়ে এসেছেন ইডি আধিকারিকরা (ED Officials)। সোমবার এ বিষয়ে আদালতে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

বর্তমানে চেস্ট থেরাপি করা হচ্ছে জ্যোতিপ্রিয়র। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা চিন্তা বাড়াচ্ছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের হল্টার মনিটরিং চলছে। এর মাধ্যমে হৃদ্‌স্পন্দনের মাত্রা বোঝা যায়। পাশাপাশি সোমবার জ্যোতিপ্রিয়র টিল্ট টেস্ট করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের সুগারের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। তাঁর রক্তে শর্করার মাত্রা অত্যধিক। এছাড়া কিডনির সমস্যাও রয়েছে তাঁর।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় শুক্রবার ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ওই দিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেন। আর সেই নির্দেশ মাত্রই এজলাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। চেয়ার থেকে পড়ে গিয়ে বমি করতে থাকেন তিনি। পরে জ্ঞানও হারান। এরপরই আদালতের নির্দেশে তাঁকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

 

spot_img
spot_img

Related articles

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...