Saturday, May 24, 2025

বা.জেয়াপ্ত ২৪ মোবাইল! রেশন বন্টন মামলায় ইডির হাতে একাধিক চা.ঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

রেশন বণ্টন মামলার তদন্তে ইডির (ED) তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ঘনিষ্ঠদের কমপক্ষে দু’ডজন মোবাইল ফোন এবং প্রায় এক ডজন সংস্থা। ইতিমধ্যে ২৪টি মোবাইল ফোন (Mobile) বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। মোবাইলগুলি বাজেয়াপ্ত করার পর সেগুলির মাধ্যমে কী বিষয়ে কথোপকথন হয়েছে, টাকা লেনদেনের বিষয়ে কথা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে ইডি। পাশাপাশি ইডির স্ক্যানারে রয়েছে ১২টি সংস্থাও। এই ২৪টি মোবাইলের মধ্যে যেমন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের নম্বর রয়েছে, পাশাপাশি বাকিবুর রহমানের (Bakibur Rahman) ঘনিষ্ঠদেরও মোবাইলও রয়েছে সেই তালিকায়।

এর আগে আদালতে ইডি জানায়, তাদের কাছে গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পাশাপাশি মোবাইল থেকে মিলেছে কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনও। রেশন বণ্টন মামলার তদন্তে এখনও পর্যন্ত দু’দফায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমান এবং তাঁর শ্যালক অভিষেক বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পরে তল্লাশি চালানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের ফ্ল্যাট, তাঁর বর্তমান আপ্তসহায়ক অমিত দে এবং প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়িতেও। পরে বাকিবুর এবং জ্যোতিপ্রিয় এবং তাঁর ঘনিষ্ঠদের জেরা করেই এই দু’ডজন মোবাইল এবং এক ডজন সংস্থার সন্ধান পান তদন্তকারীরা।

এছাড়াও ‘শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড’, ‘গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড’ এবং ‘গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড’ নামে ৩ টি বন্ধ হয়ে যাওয়া কোম্পানিতে নজর ইডির। ইডি সূত্রের দাবি, তিন সংস্থার মারফত ভুয়ো কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে অন্তত ১২ কোটি টাকা। ঘটনাচক্রে, প্রত্যেকটি সংস্থাতেই কোনও না কোনও ভাবে বাকিবুরের যোগ রয়েছে বলে খবর।

 

 

 

 

spot_img

Related articles

রেল-মেট্রো নিয়ে মিথ্যাচার বিজেপির! সব উদ্যোগই ছিল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রেল এবং মেট্রো রেল নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বিজেপি। রেল স্টেশনগুলির এলাকাভিত্তিক সৌন্দর্যায়ন নিয়ে বিজেপির মিথ্যাচারের ক্যানেস্তারা...

নয়া কম্পিউটার ল্যাব উদ্বোধন মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে

শতবর্ষপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট আজ এক ঐতিহাসিক পদক্ষেপে পা রাখল। বাগবাজারে অবস্থিত এই বিদ্যালয়ে উদ্বোধন করা...

দেশ জুড়ে বাতিল ১৩৭ ওষুধ: দাম বাড়ানো নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূলের

জাল ও নিম্নমানের ওষুধ বিক্রি রুখতে নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে ২৫...

সরাসরি মুখ্যমন্ত্রী-তে ফোন! ধুপগুড়িতে কর্মসংস্থান ৩৬ দিনমজুরের 

সমস্যায় পড়ে মুখ্যমন্ত্রীর সরাসরি নম্বরে ফোন করেছিলেন ঝুমুর এলাকার দিনমজুর হামিদুল হক। আর সেই একটি ফোনেই খুলে গেল...