Sunday, November 9, 2025

বিধায়কের দলত্যাগের জন্য শুভেন্দুর ব্যর্থতাকেই দায়ী করছেন বঙ্গ বিজেপির একাংশ

Date:

আর কয়েক মাসের অপেক্ষা। বছর ঘুরলেই বাজবে লোকসভা ভোটের দামামা। কিন্তু তার আগে প্রবল চাপে বঙ্গ বিজেপি। দলের নিচুতলায় ক্ষয়ের ধারা অব্যাহত। একুশের বিধানসভা ভোটের পর থেকে একের পর এক বিধায়ক দল ছাড়ছেন। ফলে ক্রমেই ছোট হচ্ছে বঙ্গ বিজেপির পরিষদীয় দল। ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় মাত্র ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। তার মধ্যে দুই সাংসদ নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বিজেপি শক্তি কমে হয় ৭৫। তারপর থেকে গত দু’বছর ধরে বিধানসভায় বিজেপির ‘রক্তক্ষরণ’ অব্যাহত। ইতিমধ্যেই সাতজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন।

অন্যদিকে, ধুপগুড়ির বিজেপি বিধায়কের মৃত্যুতে খালি হওয়া আসনও জোড়াফুল শিবির দখল করে নিয়েছে। সবমিলিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের আইনসভায় বিজেপির ৬৭ জন প্রতিনিধি রয়েছেন। লোকসভা ভোটের আগে বিধানসভার পরিষদীয় দল আরও ভাঙার আশঙ্কা করছে খোদ গেরুয়া শিবিরের নেতারাই। দলের একটা বড় অংশ এই ভাঙনের জন্য সরাসরিবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যর্থতাকেই দায়ী করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক রাজ্য নেতার কথায়, দলের বিধায়কদের আগলে রাখার দায়িত্ব পরিষদীয় দলনেতার। কিন্তু বিধায়কদের একটা বড় অংশের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব ক্রমশ বাড়ছে। কারণ হিসেবে তাঁর দাবি, বিরোধী দলনেতা মুষ্টিমেয় কিছু বিধায়ককে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছেন। সংশ্লিষ্ট ওই বিধায়করা ছাড়া বাকিদের সঙ্গে বিরোধী দলনেতার সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। তৃণমূল সেই বঞ্চিত বিধায়কের টার্গেট করে নিজেদের দলে টানছে। বিষয়টি নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও নিজের দায়িত্ব এড়াতে পারেন না বলেই দাবি বিজেপির একাংশের।

আরও পড়ুন:নির্বিঘ্নে মিটেছে উৎসব, পুলিশ ও সহকর্মীদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version