Saturday, January 17, 2026

জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য প.রীক্ষার রিপোর্ট জমা আদালতে, কম্যান্ড হা.সপাতালের আর্জি ফের খারিজ

Date:

Share post:

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের হাসপাতালে কী কী পরীক্ষা হয়েছে, তা সোমবার আদালতে জমা দিয়েছে ইডি। ব্যাঙ্কশাল আদালত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর পরই মন্ত্রীর পরিবারের পছন্দমতো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে জ্যোতিপ্রিয়র কী কী শারীরিক পরীক্ষা হয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট সোমবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি।

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিক্যাল বোর্ড। সোমবার সন্ধ্যায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়ের।

গত শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হওয়ার পর সেখানে ভর্তি করানো হয়েছিল তাঁকে। রবিবারের মধ্যে তাঁর নানারকম পরীক্ষা-নিরীক্ষার কাজও শেষ হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরই হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে প্রাইভেট কেবিনে নিয়ে আসা হয়েছিল মন্ত্রীকে। রবিবার রাতেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এর পরই সোমবার সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা যায়, মন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দেখভালের দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল থেকে ছুটি পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রী জ্যোতিপ্রিয়ের। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১০ দিনের ইডি হেফজতে পাঠিয়েছে আদালত। তবে সেই নির্দেশ দেওয়ার আগেই মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় আদালত স্পষ্ট করে দিয়েছিল, মন্ত্রীর চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হলে তবেই তাঁকে হেফাজতে নিতে পারবে ইডি।

এরই পাশাপাশি, সোমবার কম্যান্ড হাসপাতাল দ্বিতীয় বার ব্যাঙ্কশাল কোর্টের দ্বারস্থ হয়েছিল। জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে না চেয়ে আদালতের নির্দেশ ফের বদলের আবেদন করা হয়েছিল কম্যান্ড হাসপাতালের তরফে। তবে তাদের সেই আর্জি এদিন খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, প্রয়োজনে কম্যান্ড হাসপাতালেই চিকিৎসা হবে মন্ত্রীর।

 

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...