Friday, January 9, 2026

মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপের চূড়ান্ত সময় বেঁধে দিল শীর্ষ আদালত

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা গোষ্ঠীর বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভায় আবেদন জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকারকে।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চে সোমবার এই মামলার শুনানি চলছিল। সেখানেই ঠাকরে গোষ্ঠীর আইনজীবী কপিল সিব্বল আদালতে অভিযোগ করে বলেন, মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং অকারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব করছেন। এর পাশাপাশি এনসিপি নেতা অজিত পাওয়ার ও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের পদ খারিজের আবেদনও জমা পড়ে শীর্ষ আদালতে। শরদ পাওয়ারের দায়ের করা সেই মামলারও শুনানি হয় আদালতে। সেখানেই শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকারকে। একইসঙ্গে উদ্ধব ঠাকরের করা আবেদনের শুনানি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এদিন আদালতে এই বিষয়ে উভয়পক্ষের বক্তব্য লিখিত আকারে চান প্রধান বিচারপতি। এবং সেই লিখিত বক্তব্যকে প্রমাণ হিসেবে দেখা যায় কি না আইনজীবীদের কাছে সে বিষয়ে জানতে চান। উত্তরে সিব্বাল জানান, তারা আর কোনও প্রমাণ চান না। অন্যদিকে, শিণ্ডে গোষ্ঠী এর বিরোধিতা করে। নথির বৈধতা না দেওয়া ও সই জাল করার অভিযোগ করে শিণ্ডে গোষ্ঠী। এরপর বিচারপতি মৌখিক ভাবে জানান, “আপনারা অধ্যক্ষের সামনে সমস্ত ঝগড়া বিবাদ চালিয়ে যান। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। তবে এই প্রক্রিয়া নির্বাচন ঘোষণা এবং বিধানসভার সমাপ্তি হওয়া পর্যন্ত যেন না চলে।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...