Saturday, January 31, 2026

মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপের চূড়ান্ত সময় বেঁধে দিল শীর্ষ আদালত

Date:

Share post:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা গোষ্ঠীর বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভায় আবেদন জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে। সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিমকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকারকে।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চে সোমবার এই মামলার শুনানি চলছিল। সেখানেই ঠাকরে গোষ্ঠীর আইনজীবী কপিল সিব্বল আদালতে অভিযোগ করে বলেন, মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পক্ষপাতিত্ব করছেন এবং অকারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব করছেন। এর পাশাপাশি এনসিপি নেতা অজিত পাওয়ার ও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের পদ খারিজের আবেদনও জমা পড়ে শীর্ষ আদালতে। শরদ পাওয়ারের দায়ের করা সেই মামলারও শুনানি হয় আদালতে। সেখানেই শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকারকে। একইসঙ্গে উদ্ধব ঠাকরের করা আবেদনের শুনানি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এদিন আদালতে এই বিষয়ে উভয়পক্ষের বক্তব্য লিখিত আকারে চান প্রধান বিচারপতি। এবং সেই লিখিত বক্তব্যকে প্রমাণ হিসেবে দেখা যায় কি না আইনজীবীদের কাছে সে বিষয়ে জানতে চান। উত্তরে সিব্বাল জানান, তারা আর কোনও প্রমাণ চান না। অন্যদিকে, শিণ্ডে গোষ্ঠী এর বিরোধিতা করে। নথির বৈধতা না দেওয়া ও সই জাল করার অভিযোগ করে শিণ্ডে গোষ্ঠী। এরপর বিচারপতি মৌখিক ভাবে জানান, “আপনারা অধ্যক্ষের সামনে সমস্ত ঝগড়া বিবাদ চালিয়ে যান। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। তবে এই প্রক্রিয়া নির্বাচন ঘোষণা এবং বিধানসভার সমাপ্তি হওয়া পর্যন্ত যেন না চলে।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...