Wednesday, August 27, 2025

৫০ দিন পরে নবান্নে মুখ্যমন্ত্রী, কাজে যোগ দিয়ে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

Date:

পায়ে চোট। তীব্র যন্ত্রণা। চিকিৎসকের পরামর্শে এতদিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটের বাড়ি থেকে পুজোয় ভার্চুয়াল উদ্বোধন করেছেন মমতা। ৫০ দিন পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। এতদিন পরে নবান্নে (Nabanna)মুখ্যমন্ত্রী যাওয়ায় স্বভাবতই নিরাপত্তার বেশি। কাজ যোগ দিয়েই কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ফোন হ্যা.ক করতে চাইছে কেন্দ্র! বি.স্ফোরক অভি.যোগ তৃণমূল সাংসদ মহুয়ার

গত সেপ্টেম্বরে স্পেন (Spain) ও দুবাই (Dubai) সফরে যান মুখ্যমন্ত্রী। তার আগে ১১ সেপ্টেম্বর নবান্নে গিয়েছিলেন তিনি।  ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন। বিদেশ সফর থেকে ফেরার পরেই হাঁটুর ব্যথায় কাবু হয়ে পড়েন মমতা। এসএসকেএম-এর (SSKM) চিকিৎসকরা তাঁকে দীর্ঘ বিশ্রামের পরামর্শ দেন। বাড়িতে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা করান মুখ্যমন্ত্রী। চলে ফিজিওথেরাপিও। তবে, কাজে বিরতি ছিল না। কালীঘাটের কার্যালয় থেকেই প্রশাসনিক কাজ চালিয়ে গিয়েছেন। কখনও ফোনে, কখনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ। দুর্গাপুজোর আগেও বাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মমতা (Mamata Banerjee)। সবাইকে জানান, কার্নিভালে দেখা হবে। সেই মতো, ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালে (Puja Carnival) যান তিনি। আর সপ্তাহের দ্বিতীয় দিন নবান্নে কাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।

৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক। সেখানে ফের মন্ত্রিসভার রদবদল হতে পারে। কারণ বনমন্ত্রী রয়েছেন ইডি হেফাজতে। সেক্ষেত্রে তাঁর দফতর কার হাতে দেওয়া হবে সেখানেই দেখার।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version