Wednesday, August 20, 2025

বাংলা ভাষাতেই বাংলাদেশকে মাত করেছিলেন মাহি, ভাইরাল ভিডিও

Date:

তিনি কলকাতার জামাই, দীর্ঘদিন রেলের টিকিট পরীক্ষকের কাজ করেছেন বাংলার খড়গপুরে। বাংলা তাঁর মাতৃভাষা না হলেও তাঁর সামনে কেউ বাংলা বললে দিব্বি বুঝতে পারেন। তবে কোনওদিন এ কথা বলেননি। যার কথা বলা হচ্ছে, তিনি হলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এই কৌশল দিয়েই একবার বাংলাদেশকে সমস্যায় ফেলেছিলেন মাহি। এক অনুষ্ঠানে এসে সে কথাই জানিয়েছেন মাহি।

মাঠের মধ্যে হোক বা বাইরে বাংলাদেশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে বাংলাতেই কথা বলেন। আর বাংলা জানা ধোনি তখন ব্যাট করছিলেন। ফলে বাকি সতীর্থরা বুঝতে না পারলেও লিটন দাসদের কথা বেশ বুঝতে পারছিলেন ধোনি। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন জানান, বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচে সময় ব্যাট করছিলেন। সেই সময় বাংলাদেশ দলের কিপার বোলারকে বলে দিচ্ছিলেন ধোনিকে কোনদিকে বল করতে হবে। ধোনি যেহেতু বাংলা বোঝেন তাই বাংলাদেশের পরিকল্পনা বুঝতে ধোনির সুবিধা হয়েছিল এবং তিনি সেই অনুযায়ী খেলেছিলেন। ম্যাচের পর বাংলাদেশ দল বুঝতে পেরেছিল যে ধোনি বাংলা বুঝতে পারেন এবং তাঁদের পুরো পরিকল্পনাই বুঝে গিয়েছিলেন ধোনি।

ম্যাচ চলাকালীন এই ব্যাপারটা বুঝতে না পারলেও ম্যাচের পরে বাংলাদেশ ক্রিকেটাররা পরে ধোনির বাংলা বোঝার বিষয়টি বুঝতে পারেন। এরআগে ধোনি একবার বাংলাদেশের ফিল্ডিং শুধরে দিয়েছিলেন।

ধোনির বাংলা জানার ব্যাপারটা তেমন কেউই জানত না। তাঁর মুখ থেকে এই কথা শুনে সেখানে উপস্থিত দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন। যেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কেন ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন? জানালেন নিজেই

 

 

 

 

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version