পথের মধ্যে বিপদগ্রস্তর দিকে ফের সাহায্যের হাত বাড়ালেন হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। ব্রেবোর্ন রোড সেতুর উপর গাড়ির মধ্যে হৃদরোগে আক্রান্ত প্রৌঢ়কে গ্রিন করিডর করে হাসপাতালে পৌঁছন সৌভিক ও তাঁর টিম। পুলিশের (Police) সাহায্যে আপ্লুত প্রৌঢ়র পরিবার।

সোমবার, হাওড়া থেকে ফেরার পথে বিকেল ৫টা নাগাদ হাওড়া ব্রিজ সংলগ্ন ব্রেবোর্ন রোড সেতুর উপর আচমকা অসুস্থ বোধ করেন বছর ষাটের বিশ্বনাথ দাস। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বিশ্বনাথ হাওড়ার তাঁর স্ত্রীর কর্মস্থল থেকে তাঁকে নিয়েই ব্যক্তিগত গাড়িতেই ফিরছিলেন। হঠাৎ তাঁকে ঘামতে দেখে দিশেহারা হয়ে পড়েন মহিলা। তিনি মাঝরাস্তাতেই চিৎকার করে সাহায্যের আবেদন জানান।
খবর যায় হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রৌঢ় দরদর করে ঘামছেন। শ্বাসকষ্ট হচ্ছে। পরিস্থিতি দেখে আর অ্যাম্বুল্যান্সের জন্য দেরি করেননি সৌভিক। নিজের গাড়িতে তুলেই গ্রিন করিডর করে তাঁকে পৌঁছে দেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মাত্র সাত মিনিটে ব্রেবোর্ন রোড সেতু থেকে মেডিক্যাল কলেজে পৌঁছন।

সঠিক সময় হাসপাতালে পৌঁছনোয় সুস্থ হয়ে ওঠেন বিশ্বনাথ। মঙ্গলবার তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। পুলিশের তৎপরতার কারণেই এ যাত্রায় প্রৌঢ়কে বাঁচানো গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সৌভিককে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন দাস পরিবার।
