Friday, August 22, 2025

ইন্দিরা গান্ধীর মৃ.ত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুখেন্দু শেখর রায়ের

Date:

৩১ অক্টোবর ১৯৮৪, তারিখটা এখনও জ্বলজ্বল করছে সকলের মনে। আজ থেকে ৩৯ বছর আগে এই দিনেই নিজের দেহরক্ষীর গুলিতে খুন হন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi)। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে খুন করেন নিরাপত্তাকর্মী বিয়ন্ত সিং। গুলি করেছিলেন সতবন্ত সিংও। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Roy)। এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, যতদিন সূর্য চন্দ্র থাকবে, ততদিন ইন্দিরা গান্ধীর নাম থাকবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে দিল্লির শক্তি স্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ মাস পর্যন্ত এবং আবার ১৯৮০ সালের জানুয়ারি মাস থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন ইন্দিরা গান্ধী। অনেকেই বলেন নিজের মৃত্যুর আঁচ পেয়েছিলেন নেহেরু কন্যা। নিজের মৃত্যুর আগের দিন ভুবনেশ্বরে শেষ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেখানে স্ক্রিপ্টে লেখা কোনও বুলি নয় বরং নিজের কথাই বলতে শুরু করেছিলেন ভারতের প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী। “আমি জীবিত থাকি অথবা না থাকি, আমার জীবন যথেষ্ট দীর্ঘ হয়েছে। এই জীবনে আমরা গর্ব রয়েছে, পুরো জীবনটাই আমি মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি। নিজের শেষ নিশ্বাস নেওয়া পর্যন্ত এই কাজটাই করে যাব। আমার রক্তের প্রতিটা বিন্দু ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে।” এই বক্তব্যের ঠিক পরের দিনই খুন হন ইন্দিরা গান্ধী।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version