Sunday, May 4, 2025

দেশে কৃত্রিম কয়লা সং.কট করছে কেন্দ্র: তো.প মুখ্যমন্ত্রীর, রাজ্যে আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র

Date:

দেশে কয়লা ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করছে মোদি সরকার। এরকম পরিস্থিতি চলতে থাকলে দীপাবলিতেও দেশের অনেক অংশ নিষ্প্রদীপ থাকবে। আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে তিনি বলেন, বিদেশ থেকে কয়লা (Coal) আমদানি করতে বাধ্য করতে এই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তবে অন্য রাজ্যের তুলনায় এরাজ্যে পরিস্থিতি সন্তোষজনক বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আরও চার-পাঁচটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথাও ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, আমার দেশে কয়লা নেই, ভাবতে লজ্জা লাগে। কৃত্রিমভাবে অভাব তৈরি করে বাইরে থেকে কয়লা কিনতে বাধ্য করা হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনতে হবে এবার। মমতা জানান, রাজ্যের দেউচা-পাঁচামি খনি থেকে কয়লা উত্তোলন করতে আরও বছর দুয়েক সময় লাগবে। চাহিদা মেটাতে তত দিন পর্যন্ত তাঁর সরকার কয়লা জোগাড় করবে। ইতিমধ্যেই বেশ খানিকটা জোগাড় করা রয়েছে। তাই অন্য রাজ্যে সমস্যা দেখা দিলেও বাড়তি চাহিদা স্বত্বেও এরাজ্যে বিদ্যুৎ সঙ্কট দেখা দেয়নি।

রাজ্যের বিদ্যুৎ বিভাগকেও এর কৃতিত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, এ বছর বিদ্যুৎ দফতর সরকারকে ২০০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। রাজ্যে আরও চার-পাঁচটি বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথাও ঘোষণা করেন মমতা। এর মধ্যে কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে। কয়েকটি রাজ্য সরকার নিজেই তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

কেন্দ্রের তরফে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশে কয়লা (Coal) উৎপাদনে ১২.৮১ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কোল ইন্ডিয়ায়, উৎপাদন বেড়েছে ১১.৯০ শতাংশ। তার পরেও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে চাহিদার ৬ শতাংশ কয়লা বিদেশ থেকে আমদানি করতে বলেছে কেন্দ্র। আগামী বছর মার্চ পর্যন্ত বিদেশ থেকে কয়লা আমদানি করতে বলা হয়েছে। কয়লার চাহিদা অনুযায়ী জোগান নেই বলেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, ইন্দোনেশিয়া থেকে কম দামে কেনা কয়লা, ভারতে বেশি দামে বিক্রি করা নিয়ে অতি সম্প্রতিই অভিযোগে বিদ্ধ হন শিল্পপতি গৌতম আদানি। সেই নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্র।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version