Sunday, May 4, 2025

দিঘা (Digha) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ১১৬ বি জাতীয় সড়কের দিঘা নন্দকুমার কাঁথি বাইপাসের কাছে বুধবার দুপুরে ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি বাস। এরপর আচমকাই ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে যায় দুর্ঘটনা।

এদিকে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এদিন দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখ কপালে ওঠার অবস্থা প্রত্যক্ষদর্শীদের। তাঁরা কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করবেন, তা বুঝেও উঠতে পারছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো গাড়ি কেটে দেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। পরে পুলিশ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন দুর্ঘটনার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version