Thursday, August 21, 2025

দিঘা (Digha) যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা (Massive Accident)। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। ১১৬ বি জাতীয় সড়কের দিঘা নন্দকুমার কাঁথি বাইপাসের কাছে বুধবার দুপুরে ঘটে যায় দুর্ঘটনা। যার জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। জানা গিয়েছে, বুধবার বিকেলে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল একটি বাস। এরপর আচমকাই ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে যায় দুর্ঘটনা।

এদিকে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে এদিন দুর্ঘটনার ভয়াবহতা দেখে চোখ কপালে ওঠার অবস্থা প্রত্যক্ষদর্শীদের। তাঁরা কীভাবে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করবেন, তা বুঝেও উঠতে পারছিলেন না। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো গাড়ি কেটে দেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে দিঘা থেকে একটি বাস কলকাতার উদ্দেশে যাচ্ছিল। কাঁথির শকুন্তলা লজের সামনে দ্রুত গতিতে থাকা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। পরে পুলিশ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক চার জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে এদিন দুর্ঘটনার পর ব্যাপক যানজট সৃষ্টি হয়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version