Tuesday, August 26, 2025

দীর্ঘ টালবাহানার পর গাজায় আটকে থাকা বিদেশীদের জন্য অবশেষে খুলল মিশরের দরজা। বিদেশীদের পাশাপাশি রাফাহ সীমান্ত মিশর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে অসুস্থ, জখমদের। রাফাহ সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর হাজার হাজার অসুস্থ, জখম, ঘরছাড়া প্যালেস্তিনীয় সীমান্তে অপেক্ষা করছেন যুদ্ধবিধ্বস্ত এলাকা ছেড়ে পালানোর জন্য। জানা যাচ্ছে, প্রথম দফায় বহু মানুষ এই সীমান্ত দিয়ে মিশরে রওনা দিয়েছেন।

ইতিমধ্যেই গাজার সব থেকে বড় জাবালিয়া শরণার্থী শিবির ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। গাজা সীমান্ত বন্দর কর্তৃপক্ষ ৫০০ জনের বেশি বিদেশি এবং দ্বৈত নাগরিকত্ব আছে, এমন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তাঁদের রাফাহ সীমান্তে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম দফায় বিদেশি নাগরিকদের সীমান্ত পার করা হবে। এছাড়াও ৮১ জন গুরুতর জখম প্যালেস্তিনীয়কে মিশরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। তবে এখানে সমস্যা বেধেছে এই মুহূর্তে গাজায় কোনও ইন্টারনেট এবং ফোন পরিষেবা নেই। প্যালেস্তিনীয় টেলিকম কোম্পানি জানিয়েছে, পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাঁচদিনের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার বাসিন্দারা বাকি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

গাজার (Gaza) সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ইজরায়েলের(Israel) হামলায় ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েল সেনা জানিয়েছে, ওই বিস্ফোরণে হামাসের (Hamas) এক কমান্ডারের মৃত্যু হয়েছে। ওই কমান্ডার ৭ অক্টোবর ইজরায়েলে হামলার জন্য অন্যতম দায়ী। পাশাপাশি হামাস নেতা সালে আল অরুরির বাড়ি ভেঙে দিয়েছে ইজরায়েলি সেনা। তবে ইজরায়েলের লাগাতার হামলার জেরে গাজায় হাজার হাজার শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। জানা গিয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ফের ইজরায়েল সফরে যাবেন। সেখানে ইজরায়েল সরকারের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version