বাড়ল উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা, লাগবে না লেট ফাইন

লেট ফাইন ছাড়া উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল। কাল, বৃহস্পতিবার পর্যন্ত ফাইন ছাড়াই অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম পুরণ করা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। তবে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই বাবদ ফি-ও জমা দিয়ে দিতে হবে। নাহলে যথারীতি লেট ফাইন ধার্য হবে বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনে এবার আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। চলতি বছরের ১৬ই অগাস্ট থেকে ১০ই নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের আধার নম্বর সংসদের পোর্টালে অনলাইনে আপডেট করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনও পড়ুয়া অনলাইনে রেজিস্ট্রেশন করাতে না পারলে, ৩ থেকে ১০ই নভেম্বরের মধ্যে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করানো যাবে।

আরও পড়ুন- কেন্দ্রের নয়া নীতিতে স.ঙ্কটে কেবল টিভি শিল্প, ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী

Previous articleকেন্দ্রের নয়া নীতিতে স.ঙ্কটে কেবল টিভি শিল্প, ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী
Next articleডি’কক-ডুসেন ঝ.ড়! নিউজিল্যান্ডকে ১৯০ রানে উড়িয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা