Friday, November 28, 2025

স্বাস্থ্যসাথী কার্ডে বড় বদল! অর্থো.পেডিক অপা.রেশন নিয়ে বিশেষ সিদ্ধান্ত

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অপারেশন (Orthopedic surgery) নয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department of West Bengal) তরফে এই নির্দেশিকাই জারি করা হয়েছে। হাড়ের যেকোনও অপারেশন করাতে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীদের। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যদি এই নিয়ম না মানে তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা পথে হাঁটবে রাজ্য (Government of West Bengal)।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে বাংলায় এই মুহূর্তে স্বাস্থ্য পরিষেবায় সরকারি হাসপাতালগুলোর ভূমিকা সদর্থক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য খাতের উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। তাই জটিল একাধিক অপারেশন এখন সরকারি হাসপাতালেই হওয়া সম্ভব। মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা পান বঙ্গবাসী। তবে কার্ড আছে মানেই যে কোনও ধরনের সমস্যায় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার যে প্রবণতা, তাতেই রাশ টানতে চাইছে রাজ্য। যদি কারোর অর্থোপেডিক কোনও সমস্যা হয় সেক্ষেত্রে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা এবং প্রয়োজনে অপারেশন করাতে হবে। হাসপাতাল যদি সেই পরিষেবা দিতে অক্ষম হয় তাহলে নির্দিষ্ট ফর্মে অর্থোপেডিক সার্জনকে লিখে দিতে হবে এবং সেই রেফারেল নিয়ে তবেই বেসরকারি নার্সিংহোমে হাড়ের চিকিৎসা করাতে ভর্তি হওয়া যাবে। এর আগে মালদহ এবং মুর্শিদাবাদে এই নিয়ম চালু করা হয়েছিল। এবার তা গোটা রাজ্যেই লাগু হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত এই অর্ডার জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও পথ দুর্ঘটনায় (Road Accident) আহতদের হাড়ের এমার্জেন্সি অপারেশনকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...