Thursday, August 28, 2025

ব্রিটেনে বাঙালির দা.পট! ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক পুরস্কার’ জিতলেন লেখিকা নন্দিনী দাস

Date:

বিদেশের মাটিতে আবার ভারতীয়দের সাফল্যের জয়জয়কার। ‘কোর্টিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিনস অফ এম্পায়ার’ (Courting India: England, Mughal India and the Origins of Empire) বইটির জন্য ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ (British Academy Book Prize) জিতলেন ভারতীয় বংশোদ্ভুত লেখিকা নন্দিনী দাস (Nandini Das)। মঙ্গলবারই তাঁর নাম ঘোষণা করা হয়। লেখিকা শংসাপত্র তো পাবেনই, পাশাপাশি আর্থিক পুরস্কারও পাবেন বলে জানা যাচ্ছে।

নন্দিনী এই মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ইংরেজি ভাষার অধ্যাপনা করান। প্রাথমিক পড়াশোনা ভারতে হলেও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে কেমব্রিজের ট্রিনিটি কলেজে থেকে এম.ফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে লিভারপুল বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ২০১৯ পর্যন্ত সেখানে শিক্ষকতা করার পর অধ্যাপিকা হিসেবে অক্সফোর্ডে যোগ দেন। ব্রিটিশ অ্যাকাডেমির চেয়ারম্যান চার্লস ট্রিপ জানিয়েছেন যে নন্দিনী তাঁর লেখা বইটিতে ভারত ও ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব, আধিকারিক এবং বণিকদের প্রসঙ্গ সুন্দরভাবে তুলে ধরেছেন। বইটিতে ভারতে প্রথম ব্রিটিশ দূত হিসেবে টমাসো রো-এর আগমন এবং ভারত ও ব্রিটেনের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যা লন্ডনে যথেষ্ট প্রশংসা পেয়েছে। আর এবার মিলল পুরস্কার। ব্রিটিশ অ্যাকাডেমির ১১ তম বর্ষে এবার সম্মানিত করা হল ভারতীয় বংশোদ্ভুত লেখিকাকে।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version