Sunday, November 9, 2025

অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে, শুভেন্দুকে চ্যা.লেঞ্জ কুণালের

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।এভাবেই অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অভিযোগ, বাংলার মানুষ ২৪ ঘণ্টার মধ্যে অধিকারীদের সম্পত্তির হিসেবে গরমিল, সন্দেহজনক ব্যাপার যা যা আছে, সেসব জানতে পারবেন। কিন্তু কে আনবেন প্রকাশ্যে? এই বিষয়ে তৃণমূল মুখপাত্রের দাবি, তা তিনি জানেন না। তবে সব তৈরি আছে। কেউ না কেউ তা ফাঁস করবেন!

বুধবার নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।’ এর জবাবে শুভেন্দু অধিকারী  নিজের আয়কর রিটার্নের নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তা নিয়েও এদিন কটাক্ষ করেন কুণাল।বলা যেতে পারে, বিরোধী দলনেতাকে কার্যত ২৪ ঘণ্টার ডেডলাইন দিলেন কুণাল।

এদিন কুণাল ফের কটাক্ষ করে বলেন, কাঁথি পুরসভায় সারদার লক্ষ লক্ষ টাকা কেন উদ্ধার করা হচ্ছে না। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। গতকাল কুণালের প্রতিক্রিয়া ছিল, বিরোধী দলনেতার এমন উন্মত্ত প্রতিক্রিয়ার কারণ হল ভয় এবং অপরাধবোধ। মুখ্যমন্ত্রী তো কারও নাম করেননি।

প্রসঙ্গত, শুভেন্দু তৃণমূলের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু দীর্ঘদিন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা শিশির অধিকারী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তা ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নাম না করলেও ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার শুভেন্দু নিজের আয়কর সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ্যে এনে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। শুক্রবার কুণাল হুমকি দিলেন, ২৪ ঘণ্টার মধ্যে শুভেন্দু এবং তাঁর পরিবারের সমস্ত সন্দেহজনক বেনিয়ম ও কারচুপি সামনে আনা হবে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...