Saturday, August 23, 2025

“মহুয়া জনপ্রিয় তাই তাঁর বিরুদ্ধে এত আক্রমণ”, সতীর্থের পাশে শতাব্দী

Date:

Share post:

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির মুখোমুখি হয়ে হেনস্থার শিকার হয়েছেন মহুয়া মৈত্র(Mahua Maitra)। তৃণমূল সাংসদের(TMC MP) বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দল এখনও পর্যন্ত চুপ থাকলেও তাঁর পাশে দাড়ালেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়(Shatabdi Roy)। শুক্রবার মহুয়া প্রসঙ্গে তিনি জানলেন, “মহুয়ার জনপ্রিয়তা বেশি। তাই তাঁকে নিশানা করছে বিজেপি(BJP)।” একইসঙ্গে তাঁর দৃঢ় মানসিকতার প্রশংসাও করেন শতাব্দী।

শুক্রবার বীরভূমের তারাপীঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহুয়া প্রসঙ্গে শতাব্দী বলেন, “মহুয়া অত্যন্ত দৃঢ় মানসিকতার মহিলা খুব কড়া সাংসদ। একইসঙ্গে তিনি অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি। মহুয়ার প্রবল জনপ্রিয়তার জন্যই বিজেপি তাঁকে লাগাতার আক্রমণ করে চলেছে। এথিক্স কমিটি যে প্রশ্ন করেছে তাতে আপত্তি তো বিরোধীরা সবাই করেছেন, একা মহুয়া তো নয়!” তবে শুধু মহুয়ার পাশে দাঁড়ানো নয়, এথিক্স কমিটির সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন শতাব্দী। তিনি বলেন, “এথিক্স কমিটি যে নিয়মকানুন দেখাচ্ছে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। শুধুমাত্র মহুয়া অ্যাটাকিং বলে, মহুয়া বিরোধিতা করছে বলে দু’দিনের মধ্যে ওঁকে ডাকা হোক, এটা ঠিক নয়। যাঁদের ১০ বছর ধরে পড়ে আছে, তাঁদের কবে ডাকা হবে?”

উল্লেখ্য, বৃহস্পতিবার এথিক্স কমিটির ডাকে সাড়া দিয়ে সংসদে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু সেই বৈঠকে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরপর ওয়াকআউট করে বেরিয়ে আসেন মহুয়া সহ কমিটির বিরোধী সাংসদ সদস্যরা। মহুয়া অভিযোগ করেন, ঘটনার সঙ্গে সম্পর্ক নেই এমন কিছু আপত্তিকর প্রশ্ন তাঁকে করা হয়েছে যা অনৈতিক, ব্যক্তিগত এবং অশালীন। সেখান থেকে বেরিয়ে স্পিকার ওম বিড়লাকে বিস্ফোরক চিঠিও লেখেন মহুয়া মৈত্র। সেখানে তিনি অভিযোগ করেন, কমিটির সকলের সামনে তাঁকে কার্যত বস্ত্রহরণ করা হয়েছে। সেই সঙ্গেই তিনি অভিযোগ তুলেছেন, মিটিংয়ে তাঁর প্রতি অনৈতিক, নিম্নমানের শব্দ ব্যবহার করা হয়েছে। কার সঙ্গে রাতে ফোন করেন সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এর পাশাপাশি টুইটারে এক হিন্দি কবিতা তুলে ধরেন মহুয়া যেখানে লেখা, “কৃষ্ণ তোমায় রক্ষা করতে আসবে না, তাই দ্রৌপদী তুমি নিজের হাতে অস্ত্র তুলে নাও।”

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...