Thursday, August 28, 2025

মুকেশ আম্বানিকে হু.মকি-email পাঠানোর অ.ভিযোগে তেলেঙ্গানা-গুজরাট থেকে ধৃ.ত ২

Date:

Share post:

শিল্পপতি মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) একাধিক হুমকিমূলক ইমেইল পাঠানোর অভিযোগ। শনিবার, তেলঙ্গানা থেকে এক ১৯ বছর বয়সী এবং গুজরাটের (Gujrat) এক ২১ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ (Police)। গত সপ্তাহে আম্বানি পাঁচটি ইমেইল পেয়েছিলেন। যেখানে প্রেরক তাঁর কাছ থেকে অর্থ দাবি করেছিলেন। দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরপরেই তদন্তে নামে পুলিশ। গণেশ রমেশ বানপার্থীকে গ্রেফতার করা হয়। জেরায় তিনি স্বীকার করেন, ১ নভেম্বর সকাল ১০.৩২ নাগাদ ৫০০ কোটি টাকা দাবি করে একটি হুমকি ইমেইলে পাঠিয়ে ছিলেন। বানপার্থীকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল এবং ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই তরুণই এই কাণ্ড ঘটিয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

গুজরাট থেকে দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। তিনি বি কম স্নাতক। ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার জানান, “আমরা গুজরাটের একজনকে গ্রেফতার করেছি, যিনি [email protected] থেকে শিল্পপতিকে হুমকি ইমেইল পাঠাচ্ছিলেন।” পুলিশ জানিয়েছে, যে ইমেল আইডির আইপি ঠিকানার সাহায্যে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের এস আর ইউনিভার্সিটি থেকে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোন চেক করে, পরের জনকে ধরা হয়েছে।

 

শনিবার আদালতে পুলিশ জানিয়েছে, “মেলটি তার পাঠানো ফোল্ডার থেকে মুছে ফেলা হয়েছে। আমরা যখন তার ইমেইলটি বিস্তারিতভাবে চেক করেছি, তখন আমরা তার ট্র্যাশ ফোল্ডার থেকে সেই ইমেলটি উদ্ধার করেছি।” পুলিশ জানিয়েছে, বানপার্থীর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

 

২৭ অক্টোবর আম্বানিকে (Mukesh Ambani) পাঠানো প্রথম হুমকিমূলক ইমেইলটিতে শাদাব খান লিখেছিলেন, “আপনি (আম্বানি) যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব, আমাদের ভারতে সেরা শ্যুটার আছে।” পরবর্তীতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডি আরেকটি ইমেইল পান, যেখানে প্রেরক ২০০ কোটি টাকা দাবি করেছে। এই ইমেইলে টাকা দাবি করে বলা হয়, “যদি দাবি পূরণ না হয়, একটি মৃত্যু পরোয়ানা জারি করা হবে (আম্বানির জন্য)।” সমস্ত ইমেলগুলি [email protected] থেকে পাঠানো হলেও, সাম্প্রতিক ইমেলগুলির মধ্যে একটি [email protected] থেকে পাঠানো হয়েছিল। বলে জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...