বায়ু সেনাঘাঁটিতে আ.ত্মঘা.তী জ.ঙ্গি হা.মলা! র.ক্তাক্ত পাক ভূমি

হাম.লার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের জ.ঙ্গি গোষ্ঠী তে.হরিক-ই-জি.হাদ পাকিস্তান।

শনিবার ভোর রাতে পাকিস্তানের বায়ু সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা (Terrorist attack in Pakistan Air base)। এখনও পর্যন্ত ৩১ জন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মিয়ানওয়ালিতে পাক বায়ুসেনার ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। কালডেরা ইসমাইলে বাইক বোমা নিয়ে ছয় জন জঙ্গি প্রবেশ করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। ৬ জনেরই মৃত্যু হয়েছে।

আত্মঘাতী হামলায় এয়ারবেসে দাঁড়িয়ে থাকা তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের জেরে একটি বিমানে আগুনও ধরে যায়। হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান। শনিবার সকাল থেকেই এই হামলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই প্রথম নয় এর আগেও এই জঙ্গি সংগঠন পাকিস্তানে হামলা চালিয়েছে বলে খবর।

Previous articleআজ কী হয়েছিল?
Next articleমহাকাশে নতুন ‘সৌরজগৎ’! বিস্ময়কর আবিষ্কার নাসার