Thursday, August 28, 2025

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ক্রমাগত আন্দোলন তীব্র করছে তৃণমূল সরকার (TMC Government)। বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)ইতিমধ্যেই নতুন করে আন্দোলন শুরু করার কথা জানিয়ে দিয়েছেন। এর মাঝেই নতুন নজির তৈরি করল রাজ্য সরকার। জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করল বাংলা। প্রকল্পে নথিভুক্ত জব কার্ড রয়েছে এমন শ্রমিকদের কাজ দিতে রাজ্যের তহবিল থেকে ৭ হাজার ১০০ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। গত ৩০ শে অক্টোবর পর্যন্ত রাজ্যের ৫৬ টি দফতর ৬০ হাজার ৫৪৫টি প্রকল্পে প্রায় ৮১ লক্ষ ৫১ হাজার জব কার্ড থাকা শ্রমিকদের কাজে লাগিয়েছে বলে নবান্ন (Nabanna)সূত্রে খবর।এক-এক জন শ্রমিককে গড়ে ৩৯ দিন করে কাজ দেওয়া হয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এক দিনের কাজে বিকল্প হিসাবে ‘খেলা হবে’ প্রকল্পের। এই ঘোষণার পরই বিভিন্ন দফতর নির্দিষ্ট পরিকল্পনা করে জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করে দিচ্ছে। বিকল্প হিসাবে শুধু সম্পদ বা পরিকাঠামো তৈরিই নয় রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হচ্ছে শ্রমিকদের। কাজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। সেখানে ২৬০০ টি প্রকল্পে প্রায় ২৮ লক্ষ শ্রমিককে কাজ দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হয়েছে ২৩৫৮ লক্ষ। সেই পঞ্চায়েত দফতর ৩৪ হাজার ৭৯২টি প্রকল্পে কাজ দিয়েছে প্রায় ২২ লক্ষ শ্রমিককে। মজুরি দেওয়া হয়েছে ২১৭৭ কোটি টাকা।অন্যদিকে পূর্ত দফতর ৯৬১টি প্রকল্পে প্রায় ১৯.৪৮ লক্ষ শ্রমিক নিয়োগ করেছিল। মজুরি বাবদ শ্রমিকদের হয়েছে প্রায় ১৩২৭ কোটি টাকা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version