Thursday, August 21, 2025

হা.মাসের ভূমিকায় ক্ষু.ব্ধ! মৌনতা ভেঙে প্যালেস্টাইনবাসীর দু.র্ভোগের কথা তুলে ধরলেন ওবামা

Date:

হামাস (Hamas) যা করেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। প্যালেস্টাইনিদের (Palestine) সঙ্গে যা ঘটছে তা অসহনীয়, এবার ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে নীরবতা ভেঙে সরব হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। এবার হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে ওবামা বলেন, আমি ইজরায়েল-হামাস যুদ্ধের তীব্র নিন্দা জানাই। হামাস যা করেছে তা ভয়াবহ এবং প্যালেস্টাইনিদের সঙ্গে যা যা ঘটছে তা অসহনীয়।

ওবামা আরও বলেন, এই সংগ্রাম শতাব্দী প্রাচীন এক সংগ্রাম। যা এখন সামনে আসছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বিভেদ বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করে বলেন, ইজরায়েল-হামাস যুদ্ধে অনেক নিরীহ মানুষের মৃত্যুতে আমি উদ্বিগ্ন। আমরা শুধু ৭ অক্টোবর হামাসের ইজরায়েলের ওপর হামলার নিন্দাই জানাচ্ছি না, প্যালেস্টাইনের সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেছি। ওবামার অভিযোগ, হামাস যা করেছে তা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং এর কোনো যৌক্তিকতা নেই। পাশাপাশি এটাও ঠিক যে প্যালেস্টাইনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়। তিনি বলেন, এমন মানুষও এখনও মারা যাচ্ছেন যাদের হামাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে তাবড় নেতাদের নানা প্রতিক্রিয়া সামনে আসছে। গত ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইজরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে, এরপর উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ইজরায়েলের আক্রমণে কিছুটা হলেও ব্যাকফুটে গিয়েছে হামাস। তাও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হবে না, যা পার্ল হারবারে বোমা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের মতো। তিনি আরও বলেন, ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান ইজরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সংঘাত বৃদ্ধি পায়, যেখানে প্রায় ২৫০০ হামাস জঙ্গি গাজা উপত্যকা অতিক্রম করে ইজরায়েলে প্রবেশ করেছিল। ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় ৯৪৮৮ জনেরও বেশি প্যালেস্টাইনি নাগরিক নিহত হন। ইজরায়েলে হামাসের হামলায় ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয় বলে খবর।

 

 

 

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version