Monday, August 25, 2025

পুজোর উৎসব শেষ হলেই রাজ্যে শিল্প সম্মেলন। ইতিমধ্যেই বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন (BGBS) ঘিরে সাড়া পড়েছে শিল্প-বাণিজ্য মহলে। তবে, বিশেষ সাড়া পড়েছে চণ্ডীগড়ে। সেখানকার রোডশো-ঘিরে বিপুল উন্মাদনা।

২১ ও ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে BGBS। বাংলার শিল্প সম্ভারের প্রদর্শনীই নয়, ভিন রাজ্যের প্রদর্শনীও হবে এবার। সেই উপলক্ষে দিল্লি, চণ্ডীগড়, মুম্বই, চেন্নাই-এ রোড শো হচ্ছে। শুক্রবার, চণ্ডীগড়ে রোড শো হয়। পরে একটি আলোচনাসভার আয়োজন করা হয় শিল্পপতিদের নিয়ে। শিল্পপতি, বণিকমহলের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন আমলারাও। বাংলায় বিনিয়োগের বিষয়ে আলোচনাসভাতে আগ্রহ প্রকাশ করেন চণ্ডীগড়ের শিল্পপতিরা।

আরও পড়ুন: সন্তানকে নিয়ে স্ত্রীর সঙ্গে ম.তবিরোধ! বিমানবন্দরে বাবার তা.ণ্ডবে প.ণবন্দি যাত্রীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনের। সেকথা যোগ দিয়ে আগ্রহের কথা জানাতে পারেন চণ্ডীগড়ের শিল্পপতিরা। চণ্ডীগড়ের আলোচনা সভায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী প্রধান মুখ‌্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্রের একটি ভাষণ পড়ে শোনানো হয়। কেন বাংলায় বিনিয়োগ করবেন বাংলায়? শিল্পমহলের সামনে সেই ফ্যাক্টরগুলি তুলে ধরেন অমিত মিত্র। ভিনরাজ্যের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে অমিত মিত্র বুঝিয়ে দেন বাংলাই এখন বিনিয়োগের সেরা গন্তব্য। আলোচনাসভায় ছিলেন পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল‌্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল, কারিগরি শিক্ষা দফতরের সচিব অনুপকুমার আগরওয়াল, ক্ষুদ্র-মাঝারি শিল্প উন্নয়ন নিগমের এমডি নিখিল নির্মল-সহ একাধিক সরকারি উচ্চ পদস্থ আধিকারিক।

 

স্পেন ও দুবাইয়ের শিল্পসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন রাজ্যের শিল্প পরিস্থিতি। জানান, বাংলায় এখন রয়েছে ল্যান্ড ব্যাঙ্ক। বাংলা মেধা, দক্ষতা- সব নিয়েই তৈরি। সবাইকে শিল্প সম্মেলনে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে BGBS-র প্রচারে বিভিন্ন রাজ্যে চলছে রোড শো, আলোচনা সভা। এখন BGBS-এর দিকে তাকিয়ে শিল্পমহলের।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version