Thursday, August 21, 2025

নজরে কামারহাটি-বরাহনগর পুরসভা! ইডির তলবে নথি হাতে সিজিওতে হাজির গোপাল-অপর্ণা

Date:

পুর নিয়োগ মামলায় ফের ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) চেয়ারম্যান গোপাল সাহা (Gopal Saha)। এর আগেও তাঁকে এক দিন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তলব করা হয়েছিল। সোমবার ফের তাঁকে তলব করা হয়। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান গোপাল। পাশাপাশি বরাহনগর পুরসভার (Barahanagar Municipality) চেয়ারপার্সন অপর্ণা মৌলিকও (Aparna Moulik) এদিন ইডি দফতরে হাজিরা দেন।

এদিন বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। সূত্রের খবর, ইডির চেয়ে পাঠানো নথি জমা দিতেই তিনি সিজিওতে যান। রেশন বণ্টনে মামলায় যেদিন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল, সে দিনই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন গোপাল। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে গোপাল জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা যত বার তাঁকে ডাকবে, ততবার তিনি হাজিরা দেবেন। যা তাঁকে জিজ্ঞাসা করা হবে, সব কিছুর উত্তরও দেবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান কামারহাটি পুরসভার চেয়ারম্যান। তবে পুর নিয়োগ মামলাটি দেখছে সিবিআইও। তারা সেপ্টেম্বর মাসে কামারহাটি পুরসভার কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। পাশাপাশি পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছিল।

তবে শুধু কামারহাটিই নয় উঠে আসে বরাহনগর পুরসভার নামও। আর সেকারণেই বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককেও ডেকে পাঠানো হয়।

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version