Wednesday, January 14, 2026

ডায়মন্ডহারবারে প্রার্থী হওয়ার শখ নওশাদের: ‘পিপীলিকার পক্ষ ওঠে হারিবার তরে’, কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাজ্যে বিজেপির গলার কাঁটা হয়ে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে লড়তে না পেরে এজেন্সি দিয়ে হেনস্থা চলছেই। আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে তাঁর কেন্দ্র ডায়মন্ড হারবারে রাজনীতির নয়া অংক শুরু করল বিরোধীরা। এই কেন্দ্রে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে ভোট কাটাকাটির খেলা খেলতে বিরোধীদের তরফে যে ছক কষা হয়েছে তা কার্যকর হবে না বলে সোমবার জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদকে উদ্দেশ্য করে তিনি আরও জানালেন, “পিপীলিকার পক্ষ ওঠে হারিবার তরে।”

সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “এটা পুরদস্তুর বিজেপি স্পনসর্ড চক্রান্ত। যেখানে বাম, কংগ্রেস এবং আইএসএফ সামিল। নওশাদ ভোটে দাঁড়াতেই পারেন, তবে পিপীলিকার পক্ষ ওঠে হারিবার তরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৪ সালে জিতেছেন, ১৯ সালে জিতেছেন, ২৪ সালেও জিতবেন। যার যার শখ হয়েছে তারা যত তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় তত ভাল। কারণ গোহারা হারার পর এরা মুখ দেখানোর মতো মুখটুকুও হারিয়ে ফেলবে।” পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, “নওশাদ আসলে বিজেপির হয়ে কাজ করতে যাচ্ছে। বিজেপির এক নেতা(শুভেন্দু অধিকারী) তিনিই বলছিলেন ওখানে নওশাদকে দাঁড় করানো হবে। আসলে ওরা মানুষকে বোকা ভাবে। বিজেপি কী চাইছে? নওশাদকে দিয়ে মুসলিম ভোট কাটিয়ে হিন্দু ভোট দিয়ে জেতাবে! মানুষ এত বোকা নয়। একজন যোগ্য নেতা যিনি ডায়মন্ড হারবারের সাংসদ হয়ে সমস্ত দিক থেকে ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে তৈরি করেছে, সেখানে ওই কে মুসলিম ভোট ভাঙাতে গেল কে হিন্দু ভোট টানতে গেল ওতে কিছু যায় আসে না। জোড়া ফুলের ভোট হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হবে, অভিষেককে আরো একবার সাংসদ করার লক্ষ্যে ভোট হবে। আর নওশাদ যাদের কথায় নাচছেন নির্বাচনের ফল প্রকাশের পর কথাটা মিলিয়ে নেবেন, পিপীলিকার পক্ষ ওঠে হারিবার তরে।”

উল্লেখ্য, আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪ লক্ষ ভোটের ব্যবধানে জেতানোর জন্য ডায়মন্ড হারবারবাসীকে টার্গেট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে একজোট হয়ে হারানো যায় সেই পরিকল্পনা শুরু করেছে বাম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি। শনিবার পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারে হারাবো। প্রয়োজনে অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো। বিজেপিকে জেতাব।” এবার সেই সুরে সুর মিলিয়ে রবিবার নওশাদ বলেন, “আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাবো। দল অনুমোদন দিলে আমি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করব।” নওশাদের গলায় বিজেপির সুর শুনে দুয়ে দুয়ে চার করছে রাজনৈতিক মহল।

 

spot_img

Related articles

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে 'কুকুরমুক্ত গ্রাম' করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder)...

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...