Monday, January 26, 2026

স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং

Date:

Share post:

সোমবার থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং (Upper Primary Counselling)। এদিন সকাল ৯টা থেকে সল্টলেকের (Salt Lake) করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হল কাউন্সেলিং। তা চলবে দুপুর ২ টো পর্যন্ত। এদিন ৩০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে বলে খবর। তবে পরের দিন থেকে ৭০০ জন করে চাকরিপ্রার্থীকে ডাকা হবে।

এদিন সকালে প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে দেখা যায়। পরে লাইনে দাঁড়ানো সব প্রার্থীকে একে একে অফিসে বসানো হয় এবং সেখান থেকে তাঁদের ‘ওয়েটিং রুমে’-এ নিয়ে আসা হচ্ছে। এরপরই প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ‘ভেরিফিকেশন’-এর টেবিলে ডাকা হয় বলে খবর। তবে কাউন্সেলিং চলতে চলতে স্কুলের শূন্যপদ সংক্রান্ত তথ্য টিভির পর্দায় ফুটে উঠবে। এ সব তথ্য দেখে প্রার্থী কোন স্কুলের জন্য আবেদন করা যায়, তা জানতে পারবেন। এই ‘ওয়েটিং রুম’ থেকে প্রার্থীদের মূল কাউন্সেলিং ঘরে যেতে হবে। সেখানে গিয়ে প্রার্থী স্কুলের নাম বললে তাঁকে স্কুলের নাম লেখা সম্মতিপত্র দেওয়া হবে।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সোমবার শুধু প্রার্থীরা নিজেদের স্কুল পছন্দ করতে পারবেন এবং তাঁদের সেই অনুযায়ী সম্মতিপত্র দেওয়া হবে। তবে সুপারিশপত্র দেওয়ার অনুমতি এখনও আদালত দেয়নি। আদালত সুপারিশপত্র দেওয়ার অনুমতি দিলে তার পরেই এসএসসি তা দেবে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অপেক্ষমাণ প্রার্থী মিলিয়ে মোট ১৩,৩৩৪ জন রয়েছেন। মেধা তালিকায় অন্তর্ভুক্ত ন’হাজার প্রার্থীর কাউন্সেলিং শুরু হল সোমবার থেকে।

 

 

 

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...