Thursday, January 22, 2026

স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং

Date:

Share post:

সোমবার থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং (Upper Primary Counselling)। এদিন সকাল ৯টা থেকে সল্টলেকের (Salt Lake) করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের নতুন ভবনে শুরু হল কাউন্সেলিং। তা চলবে দুপুর ২ টো পর্যন্ত। এদিন ৩০০ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে বলে খবর। তবে পরের দিন থেকে ৭০০ জন করে চাকরিপ্রার্থীকে ডাকা হবে।

এদিন সকালে প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে দেখা যায়। পরে লাইনে দাঁড়ানো সব প্রার্থীকে একে একে অফিসে বসানো হয় এবং সেখান থেকে তাঁদের ‘ওয়েটিং রুমে’-এ নিয়ে আসা হচ্ছে। এরপরই প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ‘ভেরিফিকেশন’-এর টেবিলে ডাকা হয় বলে খবর। তবে কাউন্সেলিং চলতে চলতে স্কুলের শূন্যপদ সংক্রান্ত তথ্য টিভির পর্দায় ফুটে উঠবে। এ সব তথ্য দেখে প্রার্থী কোন স্কুলের জন্য আবেদন করা যায়, তা জানতে পারবেন। এই ‘ওয়েটিং রুম’ থেকে প্রার্থীদের মূল কাউন্সেলিং ঘরে যেতে হবে। সেখানে গিয়ে প্রার্থী স্কুলের নাম বললে তাঁকে স্কুলের নাম লেখা সম্মতিপত্র দেওয়া হবে।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সোমবার শুধু প্রার্থীরা নিজেদের স্কুল পছন্দ করতে পারবেন এবং তাঁদের সেই অনুযায়ী সম্মতিপত্র দেওয়া হবে। তবে সুপারিশপত্র দেওয়ার অনুমতি এখনও আদালত দেয়নি। আদালত সুপারিশপত্র দেওয়ার অনুমতি দিলে তার পরেই এসএসসি তা দেবে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অপেক্ষমাণ প্রার্থী মিলিয়ে মোট ১৩,৩৩৪ জন রয়েছেন। মেধা তালিকায় অন্তর্ভুক্ত ন’হাজার প্রার্থীর কাউন্সেলিং শুরু হল সোমবার থেকে।

 

 

 

spot_img

Related articles

লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ! চাঞ্চল্য এন্টালিতে

বহুতলের লিফটের গর্তে শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এন্টালিতে। বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ...

রাজ্য সফর শুরু বাংলা দিয়েই: বিজেপি সভাপতি নীতীন নবীনের নজরে দুই জেলা

দায়িত্ব নিয়েই দেশের পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের কাঁধে। যদিও নরেন্দ্র...

বৃহস্পতিবার বইমেলার মহোৎসবের সূচনা! মমতার নতুন বই ঘিরে উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন...

ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়

টি২০বিশ্বকাপের চূড়ান্ত মহড়াটা ভালোভাবেই করল ভারতীয় দল(India)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারত। ব্যাটিং...