‘বিভাজন নেই বাংলায়’, দ.লিত সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

বাংলায় কোনও বিভাজনরেখা নেই। মা-মাটি-মানুষের রাজ্যে সবাই সমান। সব শ্রেণির মানুষের জন্য মা-মাটি-মানুষের সরকার কাজ করে চলেছে নিরন্তর, উন্নয়নই তৃণমূলের সরকারের একমাত্র ব্রত। সেই লক্ষ্যে সোমবার নবান্নে অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ফেসবুক-বার্তায় জানান, অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম। আমাদের জনদরদি মা-মাটি-মানুষের সরকার সর্বদা সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য নিবেদিতপ্রাণ। মুখ্যমন্ত্রী বৈঠকে ফের একবার স্পষ্ট করে দেন, আমাদের এই বাংলায় সাধারণ মানুষের মধ্যে কোনও বিভাজনরেখা নেই। এখানে সবাই সমান। আজ বৈঠক হয়েছে খুবই সদর্থক। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন দলিত সমাজের প্রতিনিধিরা। বাংলার দলিত সমাজের প্রতিনিধিরা তাঁদের সুচিন্তিত মতামত জানিয়েছেন আমায়। মুখ্যমন্ত্রীর কথায়, এই বৈঠক নিয়ে আমি আশাবাদী। আগামী দিনে বাংলার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলিত সমাজ। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব উন্নয়নের শিখরে।

আরও পড়ুন- স্ত্রীকে কু.পিয়ে-গাড়ি চা.পা দিয়ে হ.ত্যা! ভারতীয়কে যাবজ্জী.বন কারা.দণ্ড মার্কিন আদালতের

Previous articleস্ত্রীকে কু.পিয়ে-গাড়ি চা.পা দিয়ে হ.ত্যা! ভারতীয়কে যাবজ্জী.বন কারা.দণ্ড মার্কিন আদালতের
Next articleদিলীপের কাণ্ডে অস্বস্তিতে সুকান্তরা! মুরলিধর লেনের বিজেপি দফতরের হলঘরে পড়ল তালা