Monday, August 25, 2025

জনসভা চলাকালীন পাঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক যশবন্ত সিং গজ্জন মাজরাকে(Jaswant Singh Gajjan Majra) আটক করলেন কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED Officials)আধিকারিকরা। ৪১ কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতি মামলা এবং বেআইনি ভাবে ১৬ কোটি ৫৭ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা মজুতের অভিযোগে এই গ্রেফতারি বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আপ (AAP)নেতারা।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রের এজেন্সি পলিটিক্স জোরালো হচ্ছে বলেই মনে করছেন বিজেপি বিরোধীরা। গত সপ্তাহে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করে ইডি। এবার সরাসরি জনসভা থেকে বিধায়ককে গ্রেফতারের ঘটনায় গেরুয়া দলকে নিশানা করা হয়েছে। দলের মুখপাত্র মালবিন্দর কাং ইডির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশীদার”। কেন্দ্রীয় সূত্রে খবর, পাঞ্জাবের লুধিয়ানার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করেছিল সিবিআই। সেপ্টেম্বরে তল্লাশিও চালানো হয়। পরবর্তীতে এই মামলাতেই বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে বিধায়কের দিকে আঙুল উঠলে তিনি অফিসারদের সঙ্গে সহযোগিতা করেননি বলে অভিযোগ।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version