নিজের পরিবারকেই কাঠ*গড়ায় তুললেন উন্নাও-ধ*র্ষিতা!

উত্তরপ্রদেশের উন্নাওয়ে (Unnao in Uttar Pradesh) ধর্ষিতা এবার অভিযোগ করলেন নিজেরই পরিবারের বিরুদ্ধে। কিন্তু কেন? নির্যাতিতা বলছেন,তাঁর নামে বরাদ্দ বাড়ি থেকে তাঁকেই বের করে দেওয়া হয়েছে । আর এই বিষয়ে তিনি আঙুল তুলেছেন নিজেরই পরিবারের বিরুদ্ধে। শুধু তাই নয় মা-বোন-সহ পরিবারের মোট চার জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি।

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের (Kuldeep Sengar) বিরুদ্ধে ধর্ষণ এবং তাঁর বাবাকে খুন করার অভিযোগ তুলেছিলেন এই নাবালিকা নির্যাতিতা। পরে অপহরণ ও ধর্ষণ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড হয় অভিযুক্তের। এরপর সেই মহিলা এখন বিয়ে করে সংসারী হয়েছেন। তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। পুলিশের কাছে নির্যাতিতা দাবি করেছেন, তাঁর কাকা এক মহিলা বন্ধুর সাহায্যে নির্যাতিতার নামে গচ্ছিত টাকা তাঁর পারিবারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছেন। টাকা চাইতে গেলে তাঁকে বলা হয়েছে যে ধর্ষণের কেসে আইনি লড়াই লড়তে গিয়ে ৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। অতএব এই টাকায় তাঁদের অধিকার, নির্যাতিতার নয়। সরকারের তরফে দিল্লিতে তাঁকে একটি বাড়িও দেওয়া হয়েছিল। সেই বাড়ি থেকেও মা আর বোন মিলে ওই মহিলাকে করে দিয়েছেন। পাশাপাশি তাঁর স্বামীকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বোন বলেও মাখি থানারই দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও নির্যাতিতার পরিবারের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Previous articleভোটের ছত্তিশগড়ে আই.ইডি বি.স্ফোরণ মা.ওবাদীদের, এক জওয়ান সহ জ.খম দুই ভোটকর্মী
Next articleধামসা মাদল-ঢাকের বাদ্যি, অভিষেকের জন্মদিনে কালীঘাটে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস