ম্যাচ হারলেও বদলা নিয়েই ছেড়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে আউট করে ঘড়ি দেখান তিনি। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচে ব্যাটিং করার সময়, টাইমড আউট হন ম্যাথিউজ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম টাইমড আউট। আর এই আউটের ক্ষেত্রে বাংলাদেশ ক্যাপ্টেন শাকিব আল হাসানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই কারণেই বাংলাদেশ ক্যাপ্টেনের উইকেট পেয়ে তাঁকে পাল্টা দিলেন ম্যাথিউজ।

ম্যাথিউজ যখন শাকিবের উইকেট পান তখন ম্যাচ শ্রীলঙ্কার হাত থেকে বেরিয়ে গিয়েছে। তবুও উইকেট নিয়ে ব্যক্তিগত রাগটাই যেন ফুটে উঠল ম্যাথিউজের অঙ্গভঙ্গীতে। নিজেদের ইনিংসে টাইমড আউট হওয়া শ্রীলঙ্কার অলরাউন্ডার যেন শাকিবকে বোঝাতে চাইলেন, ‘তোমার সময়ও শেষ এবার মাঠের বাইরে যাও।’ ২৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ২টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই সময় নাজমুল হাসান শান্ত ও শাকিব আল হাসান মিলে দুরন্ত পার্টনারশিপ করে দলকে ম্যাচে ফেরান। ১৬৯ রানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করেন। ৮২ রান করে ম্যাথিউজের বলে আউট শাকিব। উইকেট নেওয়াক পর শাকিবের তাকিয়ে টাইমড আউডের ইশারাও করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
View this post on Instagram
ম্যাচের পরেও রাগ কমেনি ম্যাথুসের। সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “বাংলাদেশ যদি এমন ক্রিকেট খেলতে চায়, এই স্তরে নিয়ে যেতে চায়, তাহলে এটা খুবই ভুল। আমি যদি দুই মিনিটের বেশি দেরি করি তা হলে ঠিক ছিল। আমি যখন নেমেছি তখনও পাঁচ সেকেন্ড বাকি ছিল।” তিনি শাকিব আল হাসান ও বাংলাদেশের আবেদনকে অত্যন্ত লজ্জাজনক বলে মনে করেন। অন্যদিকে শাকিব বলেছেন যে নিয়ম অনুযায়ী হওয়ায় তাঁর কোনও অনুশোচনা নেই।

শাকিবের বলে সামারাবিক্রমা আউট হওয়ার ২ মিনিটের মধ্যে গার্ড নিতে না পারায় আউট হতে হয় শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ক্রিকেটারকে। আপিল করেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই আপিলে সাড়া দেন আম্পায়ার।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
