Thursday, August 28, 2025

কেদারনাথের মুখোমুখি দুই ভাই, রাহুল-বরুণ সাক্ষাতে চর্চা জাতীয় রাজনীতিতে

Date:

বাবা কেদারনাথের মহিমা বলুন বা রাজনীতির কাকতালীয় ঘটনা, তীর্থক্ষেত্রের মুখোমুখি দুই ভাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সৌজন্য বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ বৈঠক হলো দুই রাজনৈতিক নেতার। দুই ভাইয়ের এই সম্মুখ সাক্ষাতে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে।

মঙ্গলবার ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তিন দিনের উত্তরাখণ্ড সফরের শেষ দিন। আজ সকালে ফের কেদারনাথ ধামে পৌঁছেছেন রাহুল গান্ধী। কেদারনাথ মন্দির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী আজ বাবা কেদারনাথের দর্শনে আসেন, একই সময়ে বরুণ গান্ধীও তাঁর পরিবারের সঙ্গে বাবা কেদারনাথের দর্শনে পৌঁছন। মুখোমুখি হওয়ার পর দুই ভাই কিছুক্ষণ কথা বলেন। খুড়তুতো ভাইয়ের সঙ্গে রাহুলের এই বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। ইদানিং বিজেপির কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যাচ্ছে না বরুণ গান্ধীকে। সেটা দলের সিদ্ধান্ত বলেই বিজেপি সূত্রে খবর। তবে বরুণ গান্ধী যে গান্ধী পরিবারেরই একজন সেটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। যদিও এই সাক্ষাতে রাজনীতির বিষয়টি দুজনেই হেলায় উড়িয়ে দিয়েছেন।

তারা জানিয়েছেন নেহাতই এটি একটি সৌজন্য সাক্ষাৎকার। বিগত বছরেই কংগ্রেসের সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, দলে যে কেউ আসতে পারে। তবে তাকে বিজেপি এবং আরএসএসের মতাদর্শকে পিছনে ফেলে আসতে হবে। তাই রাহুল-বরুণের এই বৈঠক নিয়ে কিন্তু প্রমাদ গুনতে শুরু করেছে বিজেপি। মতাদর্শগত বিভেদ যতই থাকুক না কেন এই পরিবারের সদস্যরা যখন একসঙ্গে হয় তখন সেখানে অন্য মাত্রা যোগ হয় এটা কিন্তু বিলক্ষণ জানে বিজেপি।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version