Sunday, November 9, 2025

সাংসদ-বিধায়কদের বিরু.দ্ধে ফৌজ.দারি মা.মলা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের!

Date:

Share post:

ফৌজদারি মামলায় (Criminal Case)জড়িত থাকা রাজনৈতিক নেতাদের পুনরায় নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিমকোর্ট (Supreme Court)। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, সাংসদ -বিধায়কদের ক্রিমিনাল কেসের দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের (High Court) নজরদারি প্রয়োজন। সেক্ষেত্রে নিম্ন আদালত স্বতঃপ্রণোদিত মামলার রুজু করতে পারেন। তবে হাইকোর্টের জন্য এই সংক্রান্ত গাইডলাইন তৈরি করে দেওয়া সুপ্রিম কোর্টের (Supreme Court)পক্ষে সম্ভব নয়।

গুরুতর ‘অপরাধ’ করে দোষী সাব্যস্ত হয়েছেন যে রাজনীতিবিদরা, তাঁরা কি আজীবন নির্বাচনে (Election) লড়াই করার সুযোগ পাওয়ার যোগ্য? এই প্রশ্নের উত্তর জানতেই আজ শীর্ষ আদালতের দিকে তাকিয়েছিল গোটা দেশ। ফৌজদারি মামলায় (Criminal Case) দু বছর বা তার বেশি সময় জেল খেটেছেন যে সমস্ত নেতারা তাঁদের আজীবন ভোটে দাঁড়ানোর উপর নিষেধাজ্ঞা চাপানো হোক— এই আবেদন জানিয়ে আজ থেকে বছর সাতেক আগে শীর্ষ আদালতে মামলা করেন অশ্বিনীকুমার উপাধ্যায় (Aswini Kumar Upadhyay)। আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের (Justices DY Chandrachud, JB Pardiwala and Manoj Mishra) বেঞ্চ এই মামলার শুনানিতে হাইকোর্টকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতে তরফে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত হয়ে এই সমস্ত মামলায় নজরদারি চালাতে হবে।বিরল এবং বাধ্যতামূলক কারণ ছাড়া সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি স্থগিত করা যাবে না। উল্লেখ্য দেশের হাই কোর্টগুলিতে সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার ১৭৫টি মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই গত পাঁচ বছরের। সুপ্রিম কোর্ট এইসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কড়া নির্দেশ দিয়েছে। যদিও যে রাজনৈতিক ব্যক্তিত্বরা অপরাধ করেছেন তাঁদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার ‘ছ’বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট কিনা তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...