Wednesday, January 7, 2026

বেছে বেছে কর্মসূচির দিনই ডাকছে: এজেন্সি দিয়ে হেনস্থার রাজনীতির বিরুদ্ধে সরব অভিষেক

Date:

Share post:

নির্বাচনী লড়াইয়ে লড়তে না পেরে এজেন্সি দিয়ে হেনস্থার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ঠিক যেদিন আমার কোনও কর্মসূচি থাকছে, বেছে বেছে সেদিন ডেকে পাঠানো হচ্ছে আমাকে। গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। আমাকে তো বটেই আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের এহেন এজেন্সি রাজনীতির বিরুদ্ধে শুক্রবার সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এভাবে যে তাঁকে দমন করা যাবে না সেটাও কড়া সুরে জানিয়ে দিলেন অভিষেক।

এদিন ডায়মন্ড হারবারের ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিষেক বলেন, “এখানে গতকাল আমার সভা করার কথা ছিল। কিন্তু ইডি আমায় ডেকে পাঠালো। যার জন্য সভা একদিন পিছিয়ে দিতে হয়। এরা লড়তে না পেরে এজেন্সি দিয়ে দমানোর চেষ্টা করছে। যেদিন কর্মসূচি সেদিন ডেকে কীভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা করছে এরা। বিরোধী জোটের মিটিংয়ের দিন ডাকা হল, দিল্লিতে ধর্নার দিন ডাকা হল, ৯ অক্টোবর নোটিশ দেওয়া হয় কারণ আমি তখন রাজভবনের পাশে ধর্নায়। এবারও ডাকা হল, আমি ৬ হাজার পাতার নথি দিয়েছি। তবে এভাবে আমাকে দমানো যাবে না।”

একইসঙ্গে অভিষেক বলেন, “২০২০ সালের নভেম্বরে আমি বলেছিলাম আমি আমার অবস্থানে অনড়। আজ ৩৬ মাস পরেও আমি একই কথা বলছি। গরু পাচার, কয়লা কাণ্ডে কিছু করতে পারেনি। সুপ্রিমকোর্ট আমাকে রক্ষাকবচ দিয়েছে। এখানে কিছু করতে পারছে না তাই অন্যপথে নিয়োগ দুর্নীতিতে আমাকে আমার পরিবারকে হেনস্থা করছে এরা। তবে যেভাবে এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের হেনস্থা করছেন আপনারা তাতে লাভ কিছু হবে না। এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি দমন নীতির কাছে মাথা নত করি না। মাথা নত করলে মানুষের কাছে করব।”

spot_img

Related articles

রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো: গৌতম-অসিতকে সঙ্গে নিয়ে ‘ফ্যাশন শোয়ের মাস্টার’-কে ধুয়ে দিলেন অভিষেক

"এখানে তৃণমূল, বিজেপি কীসের। রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো। যাঁরা আপনাকে জিতিয়েছে তাঁদের প্রতি আপনাদের দায়িত্ব,...

বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

১৬ দিন কর্মবিরতির পর এবার স্বাস্থ্যভবন অভিযান আশাকর্মীদের! যার জেরে বুধবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্যভবন চত্বরে। অভিযান শুরু...

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্য! অনন্য আবিষ্কার বিজ্ঞানীদের

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। যত দিন যাচ্ছে, লাল গ্রহের বিস্ময় ক্রমশই প্রকাশ পাচ্ছে। এই...

দেশের বিচারপতিরা সংখ্যালঘুদের জামিন দিতে ভয় পাচ্ছেন: দাবি প্রাক্তন আইনজীবী দাভের

বরাবর স্পষ্টবক্তা ও গণতন্ত্রের কণ্ঠরোধকারীদের বিরোধী স্বর হিসাবে তিনি পরিচিত। ৪৮ বছরের আইনজীবীর জীবনে ইতি টেনে সাধারণ মানুষকে...