Sunday, May 11, 2025

বেছে বেছে কর্মসূচির দিনই ডাকছে: এজেন্সি দিয়ে হেনস্থার রাজনীতির বিরুদ্ধে সরব অভিষেক

Date:

নির্বাচনী লড়াইয়ে লড়তে না পেরে এজেন্সি দিয়ে হেনস্থার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ঠিক যেদিন আমার কোনও কর্মসূচি থাকছে, বেছে বেছে সেদিন ডেকে পাঠানো হচ্ছে আমাকে। গরু পাচার, কয়লা কেলেঙ্কারিতে কিছু করতে না পেরে, নিয়োগ দুর্নীতি মামলায় ডাকছে। আমাকে তো বটেই আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের এহেন এজেন্সি রাজনীতির বিরুদ্ধে শুক্রবার সরব হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এভাবে যে তাঁকে দমন করা যাবে না সেটাও কড়া সুরে জানিয়ে দিলেন অভিষেক।

এদিন ডায়মন্ড হারবারের ফলতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিষেক বলেন, “এখানে গতকাল আমার সভা করার কথা ছিল। কিন্তু ইডি আমায় ডেকে পাঠালো। যার জন্য সভা একদিন পিছিয়ে দিতে হয়। এরা লড়তে না পেরে এজেন্সি দিয়ে দমানোর চেষ্টা করছে। যেদিন কর্মসূচি সেদিন ডেকে কীভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টা করছে এরা। বিরোধী জোটের মিটিংয়ের দিন ডাকা হল, দিল্লিতে ধর্নার দিন ডাকা হল, ৯ অক্টোবর নোটিশ দেওয়া হয় কারণ আমি তখন রাজভবনের পাশে ধর্নায়। এবারও ডাকা হল, আমি ৬ হাজার পাতার নথি দিয়েছি। তবে এভাবে আমাকে দমানো যাবে না।”

একইসঙ্গে অভিষেক বলেন, “২০২০ সালের নভেম্বরে আমি বলেছিলাম আমি আমার অবস্থানে অনড়। আজ ৩৬ মাস পরেও আমি একই কথা বলছি। গরু পাচার, কয়লা কাণ্ডে কিছু করতে পারেনি। সুপ্রিমকোর্ট আমাকে রক্ষাকবচ দিয়েছে। এখানে কিছু করতে পারছে না তাই অন্যপথে নিয়োগ দুর্নীতিতে আমাকে আমার পরিবারকে হেনস্থা করছে এরা। তবে যেভাবে এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের হেনস্থা করছেন আপনারা তাতে লাভ কিছু হবে না। এভাবে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি দমন নীতির কাছে মাথা নত করি না। মাথা নত করলে মানুষের কাছে করব।”

Related articles

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...

সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (Ceasefire between India Pakistan) আবহে রবিবাসরীয় সকালে থমথমে ভূস্বর্গ। শনিবার রাতে সীমান্তের ওপার...
Exit mobile version