স্বস্তিতে বজরং, মানহানির মামলায় জামিন পেলেন তিনি

মামলার প্রথম তিনটি শুনানিতেই আদালতে উপস্থিত হননি বজরং। তবে বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত হয়েই জামিন নিয়েছেন। নরেশের অভিযোগ ছিল,

0
1

স্বস্তিতে ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া। মানহানির মামলায় জামিন পেলেন তিনি। কুস্তিগিরদের আন্দোলনের সময় তাঁর একটি মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা করেছিলেন কুস্তি কোচ নরেশ দাহিয়া। সেই মামলায় বজরংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত।

মামলার প্রথম তিনটি শুনানিতেই আদালতে উপস্থিত হননি বজরং। তবে বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত হয়েই জামিন নিয়েছেন। নরেশের অভিযোগ ছিল, সমাজে তাঁর ভাবমূর্তি এবং সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন বজরং। তাই বজরংয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং মানহানির মামলা করেছিলেন নরেশ। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এবং তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনের সময়ের এই ঘটনা। সে সময় ব্রিজভূষণের পক্ষে দাঁড়িয়েছিলেন নরেশ। তাঁর অবস্থানের বিরোধিতা করে বজরং পুনিয়া মন্তব্য করেছিলেন, “নরেশের বিরোধিতার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কারণ তাঁর বিরুদ্ধেও ধর্ষণের মামলা হয়েছিল।” এই মন্তব্যের জন্য বজরংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নরেশ।

আরও পড়ুন:‘বিরাট’ প্রশংসায় ভিভিয়ান রিচার্ডস, একহাত নিলেন কোহলির সমালোচকদের