Thursday, August 28, 2025

এখনই কোনও ক.ড়া পদক্ষেপ নয়! হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তি বিদ্যুৎ চক্রবর্তীর

Date:

বড় স্বস্তিতে বিশ্বভারতীর (Viswa Bharati University) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে কিছুটা হলেও চাপ কাটল বিদ্যুতের। শুক্রবার হাই কোর্ট সাফ জানিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির (Arrest) মত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এদিন শান্তিনিকেতন থানার (Shantiniketan Police Station) জারি করা নোটিশের উপর স্থগিতাদেশ জারি করে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

এদিন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, মাত্র এক দিনের নোটিশে কীভাবে ৫ মামলায় জিজ্ঞাসাবাদের নোটিস দেওয়া হল বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে? এরপরই হাই কোর্ট সাফ জানায়, আগামী ২০ এবং ২২ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে শান্তিনিকেতন থানার পুলিশ। পাশাপাশি আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎকে শান্তিনিকেতন থানাকে এফআইআরের কপি দেওয়ার নির্দেশ আদালতের। তবে নতুন করে নোটিশ জারি করে তবেই জিজ্ঞাসাবাদ করা যাবে বিদ্যুৎ চক্রবর্তীকে। হাই কোর্টের আরও নির্দেশ, ২০ নভেম্বর ৩টি মামলা এবং ২২ নভেম্বর দু’টি মামলায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। প্রতিটি মামলায় ১ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা যাবে তাঁকে।

উল্লেখ্য, শান্তিনিকেতন থানার আইনি নোটিশের প্রেক্ষিতে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তবে তাঁকে এত সময় দেওয়া যাবে না বলেও জানিয়েছিলেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। মোট পাঁচটি মামলার প্রেক্ষিতে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিশ দিয়েছিল শান্তিনিকেতন থানা। এরপরই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিকে বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী শুক্রবার আদালতে জানান, প্রাক্তন উপাচার্যকে ৫টি মামলায় ৭টি নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন অফিসার বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। জামিন যোগ্য নয়, এমন ধারাও তাঁর বিরুদ্ধে দেওয়া হয় বলে অভিযোগ। তবে রাজ্যের আইনজীবী তপন চক্রবর্তী সাফ জানান, কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। জিজ্ঞাসাবাদই করা হবে বিদ্যুৎ চক্রবর্তীকে। তবে ওনাকে সহযোগিতা করতে থানায় যেতে হবে।

 

 

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version