Wednesday, August 27, 2025

কবে মিলবে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা? SSKM-র উত্তর ‘না পসন্দ’, হাই কোর্টে যেতে পারে ইডি

Date:

নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) দিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড (Medical Board)। এক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এসএসকেএমের (SSKM) থেকে এমন খবর শুনে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate)। বর্তমানে এসএসকেএমে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে একাধিক বার এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল ইডি। শুধু তাই নয়, ইডি আধিকারিকরা নিজেরাও হাসপাতালে যান। কিন্তু তাঁর কণ্ঠস্বরের নমুনা ঠিক কবে মিলবে তার সদুত্তর এখনও মেলেনি।

 

অনেক দিন ধরেই সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে ইডি। কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে তা সম্ভব হচ্ছে না। বারবার হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে তদন্তকারীদের। তাই চলতি মাসের প্রথমেই চিঠি দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে সময় জানতে চায় ইডি। কিন্তু তা সত্ত্বেও কোনও সদুত্তর না মেলায় এবার হাই কোর্টের দ্বারস্থ হতে পারে ইডি। উল্লেখ্য, বাইপাস সার্জারির পর দুমাস কেটে গেলেও বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানো হোক, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে।

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version