Friday, May 23, 2025

নয়া কী.র্তি! এবার দেশের আইআইএম-এর ম্যানেজমেন্ট বোর্ডগুলির ক্ষ.মতা নিজেদের হাতে নিতে চায় মোদি সরকার

Date:

মোদি সরকারের নয়া কীর্তি। এবার দেশের আইআইএম এর ম্যানেজমেন্ট বোর্ডগুলি ভেঙে দেওয়ার ক্ষমতা নিজেদের হাতে নিতে চায় মোদি সরকার। যে কোনও আইআইএমের সর্বোচ্চ সংস্থা বা কমিটি হল বোর্ড অফ গর্ভনরস। রাষ্ট্রপতি হন সেখানকার ভিজিটর। তাঁর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ করে সরকার। এবার কেন্দ্রের যুক্তি, লাগাতার সরকারি নির্দেশ লঙ্ঘন করা এবং নিজেদের দায়িত্ব পালন করতে না পারার কারণে বোর্ডগুলি ভেঙে দেওয়া হবে।

এতদিন পর্যন্ত দেশের আইআইএম গুলির অডিট, ডিরেক্টর নিয়োগ অথবা বরখাস্ত করার ক্ষমতা ছিল শুধুমাত্র বোর্ড অফ গর্ভনরসের হাতে। সেখানে কেন্দ্রীয় সরকারের কোনও মতামত ছিল না কিন্তু সম্প্রতি আইআইএম আইন সংশোধনের মাধ্যমে দেশের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে আরও বেশি করে সরকারি কর্তৃত্ব নিতে চাইছে কেন্দ্র। শুধু তাই নয় এতদিন ধরে চলে আসা নিয়মের বদল ঘটিয়ে আইআইএমের বোর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা নিজেদের হাতে নেয় কেন্দ্রীয় সরকার। গত আগস্টে আইআইএম আইন সংশোধন করা হয়। সেখানে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছে আইআইএমের ডিরেক্টরকে বরখাস্ত করার। সংশোধিত আইনে বলা হয়েছে, ভিজিটর অর্থাৎ রাষ্ট্রপতির উপদেশ, নির্দেশ বা যে কোনও মতামত মানতে বাধ্য থাকবে আইআইএম বোর্ড।

এমনকি এই প্রথমবার বলা হয়েছে, আইআইএমের ডিরেক্টরকে প্রথম শ্রেণীর স্নাতক এবং স্নাতকোত্তর হতে হবে। তারসঙ্গে পিএইডি অথবা তার সমতুল ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন- আইনের পক্ষে জোর সওয়াল! নি.জ্জর খু.নে ফের মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন ট্রুডো

 

Related articles

OMR পার্থক্য থাকা প্রার্থীরা অযোগ্য: সুপ্রিম কোর্টে খারিজ আর্জি 

এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে অসঙ্গতি (মিসম্যাচ) (mismatch) আছে অর্থাত্‍ যাদের ওএমআর-র (OMR) নম্বরের সঙ্গে এসএসসির (SSC)...

ঘরে ফেরা: দেশবাসাকে ধন্যবাদ পূর্ণমের, আনন্দে বিহ্বল স্ত্রী-আবেগে ভাসলেন মা

অবশেষে বাড়ি ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। রিষড়ায় পৌঁছতেই তাঁকে নিয়ে সারা এলাকা হুড খোলা গাড়িতে ঘোরানো...

আর পাবেন না মাইসোর পাক, মোতি পাক! বদলে গেল মিষ্টি

পহেলগামে পাক জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তান বিরোধী বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের তরফ থেকে নেওয়া হয়েছে।...

ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি,ডি কর্মীরা: জারি বিজ্ঞপ্তি

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রম দফতর (Department of Labour)।...
Exit mobile version