উত্তরকাশীতে হুড়.মুড়িয়ে ভে.ঙে পড়ল নির্মীয়মান টানেল, ধ্বং.সস্তুপে আটকে ৫০-৬০ শ্রমিক!

দিওয়ালিতে বড় দুর্ঘটনা। যমুনোত্রী জাতীয় সড়কে (Yamunetri National Highway)হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক নির্মীয়মান টানেল। উত্তরাখণ্ডের উত্তরকাশী (Uttarkashi) জেলার ঘটনা। সেই সময় প্রায় পঞ্চাশ থেকে ষাট জন শ্রমিক প্যানেলে কাজ করছিলেন। ধ্বংসস্তূপে তাঁদের আটকে পড়ার আশঙ্কা, জোর কদমে চলছে উদ্ধার কাজ।

রবিবার সকালে হঠাৎ দুর্ঘটনা৷ উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক বিপর্যয়। টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। চলতি বছরে একাধিকবার ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছে উত্তরাখণ্ড, যত্রতত্র ধস নেমেছে। হড়পা বানে বহু মানুষের প্রাণ যায়। আজও ধসের জেরে এই দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই জেলাশাসক থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Previous articleদীপাবলির উৎসবে মেতেছিল ভারতীয় দল, ছবি পোস্ট BCCI-এর
Next article‘পিপ্পা’ ছবি থেকে ‘কারার ওই লৌহ কপাট…’ গানটি অবিলম্বে সরানোর দাবি কুণালের