নিমতলা ঘাটে (Nimtala Ghat)প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা। পুরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) রিজার্ভ ফোর্সের G কোম্পানির কনস্টেবল সন্দীপ বর্মনের। গাড়ি আটক হলেও, চালক পলাতক।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ নিমতলা ঘাটে পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। সেই সময় গাড়ির পিছনের চাকায় ওই কনস্টেবলের ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত পুলিশকর্মীর বাড়ি উত্তর দিনাজপুরে।
